নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

জ্যোৎস্না রাতের সরলতা

২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪





[ স্বরবৃত্ত (ছড়া-ছন্দ) মাত্রায় লেখা ]



জ্যোৎস্না ধারা পড়ছে চুঁইয়ে শর্ষে ফুলের হলুদ বনে,

আয়রে সকল ছেলে মেয়ে খেলবো বউছি আপন মনে।

আয় শেফালী, আয় অলোকা, দূর্গা দাসী তুইও আয়,

মনে জাগে উতল হাওয়া ঘরে থাকা বিষম দায়।



কোথায় জালাল, রোজারিও, সমীর কুমার রইলি কই?

হলুদ বনে গীত হবে আজ আয়রে ছুটে ফেলে বই।

অঙ্ক কষা, গল্প পড়া, পাঠ্য পুস্তক সব ফেলে আয়,

মায়ের শাসন, বোনের আদর ছিন্ন করে এ জোছনায়।



জ্যোৎস্না তলে নাচবো আজি উদ্দামতার রঙ মেখে,

বলবে না কেউ নষ্ট কথা উচ্ছ্বলতার ঢং দেখে।

বউছি রাণী দূর্গ দাসী ঐ পালায়ে যায় ছুটে,

আটকা তারে আঁচল ধরে যায় না যেন বউ টুঁটে।



শীতের কাঁপন যায় হারায়ে রক্ত তাপের উষ্ণতায়,

উদোম শরীর শিশির মাখে জোছনা ঝরা রাত বেলায়।

সাঙ্গ হলে খেলা সকল ঘরে এসে সুবোধ হই,

লক্ষী ছেলে তখন আমি মায়ের বুকে শুয়ে রই।



সরলতার শুভ্র ফেনা মা জননীর কোমল হাত,

রয় জড়িয়ে ভালোবাসায় যায় হারিয়ে কালো রাত।

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪

আশিক মাসুম বলেছেন: সরলতার শুভ্র ফেনা মা জননীর কোমল হাত,

মার হাতের কোমলতার কাছে সব কিছু তুচ্ছ।

কবিতায় ভাল লাগা থাকলো।

২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৩

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ ।
ভাল থাকুন।

২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৯

আরজু পনি বলেছেন:

মজার ছন্দময় কবিতা।

ভালো লাগলো।

২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৪

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ।
সুন্দর থাকুন।

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১১

shfikul বলেছেন: +++

২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৪

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ।
ভাল থাকুন সব সময়।

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৬

স্নিগ্ধ শোভন বলেছেন:

নাইস

++++

২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৫

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ।
ভাল থাকুন।

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৮

শ্রাবণ জল বলেছেন: সুন্দর।
চমৎকার ছন্দ।

অনেক ভাল লাগা।

২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৬

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ।
সুন্দর থাকুন সব সময়।

৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

সোমহেপি বলেছেন: টুঁটে মব্দটা পরিবর্তন করা যায় না?

সাঙ্গ হলে খেলা সকল ঘরে এসে সুবোধ হই,
লক্ষী ছেলে তখন আমি মায়ের বুকে লুকিয়ে রই। একানে প্রথম লাইনে এক মাত্রা কম আছে।

৭| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

সোমহেপি বলেছেন: শব্দ *

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫

কবীর হুমায়ূন বলেছেন: লেখক বলেছেন:


'শব্দ*' কী বোঝায়েছেন ?


'ছুটে' এর ছন্দমিল 'টুঁটে' (ছাড়া পা্ওয়া বা ছুটে যাওয়া ) আর কী হতে পারে ?

ঠিক করে দিলাম।

আপনার ছন্দ জ্ঞান ভালো। আমার কবিতা পড়ে মাঝে মাঝে আমাকে সাহায্য করলে খুশি হবো।

ভাল থাকুন সোমহেপি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.