নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
ঘুম হারা পাখি করে ডাকাডাকি
গহীন রাতের বেলায়,
ঘর হারা মন করে ক্রন্দন
জীবন যায় যে খেলায়।
বেদনার গীত হয় না রহিত
বেজে উঠে আরো জোরে,
দুই কানে তালা হতে চাই কালা
রোজ বাজে অন্তরে।
কে আছো এমন নারীর মতোন
স্বার্থবিহীন প্রেম,
দূর পথ থেকে আঁধারে আলোকে
হবে অলকার শ্যাম।
নাও মোর প্রাণ মান সম্মান
সকল দিলেম তুলে,
ঝড় যদি আসে মোর নিশ্বাসে
আমায় যেওনা ভুলে।
৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪২
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ সাহিদা।
ভালো থাকুন।
২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩১
স্নিগ্ধ শোভন বলেছেন:
ভাই আপনাকে যাবনা ভুলে
অনেক ভালোলাগা।
+++
৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ।
ভাল থাকুন সব সময়।
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭
মায়াবী ছায়া বলেছেন: বাহ....+++
৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯
কবীর হুমায়ূন বলেছেন: সুন্দর থাকুন।
৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬
স্বপনবাজ বলেছেন: সুন্দর !
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ স্বপনবাজ।
ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩১
সািহদা বলেছেন: নাও মোর প্রাণ মান সম্মান
সকল দিলেম তুলে,
ঝড় যদি আসে মোর নিশ্বাসে
আমায় যেওনা ভুলে।
দারুন........... ভালো লাগলো।