নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

শাহবাগ চত্বর

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৭







আয় ভাই আয়, শাহবাগ মোড়ে চঞ্চল অন্তর!

ডাকছে তোমায় নবীন প্রভাত; ঐ কাঁদছে অম্বর।

জনতার ঢেউ আছারি' পড়ছে রাজ পথেরই বাঁকে,

প্রাণের সৌধে চলছে সবায় কেবা কারে পিছে ডাকে?

শ্রদ্ধার ঝুলি মরমের ব্যথা সব খুলি আজ আয়,

প্রেমের মহিমা বিসারিত করো আপনার চেতনায়।







ওই দেখো ওই জনতার ঢেউ করুণ চাহনী করে-

তোমার দিকেতে চাহিয়া আছে দীপ্ত আলোক ধরে'।

যারা ছিল তাঁদের প্রাণের শত্রু গর্বিত একাত্তরে;

তাদরেকে কে করে লালন-পালন ভালবাসা-উপহারে।







সর্প কখনো হয় কি আপন ইতিহাস-ভোলা মন!

রাজাকার সব জাতির শত্রু জানিও সর্বজন।

সুযোগ পেলেই মারবে ছোবল নীল বিষ দিবে তোরে,

কেনো যে তাহারে ধরিয়া রাখিস আদর-সোহাগে ওরে?

পশুদের দল হত্যার নেশায় জাগিয়া উঠোরে জাতি,

সূর্য টানিয়া নিবে যে তাহারা দিবসে আনবে রাতি।







এইখানে আজ প্রতিজ্ঞা করি হাতে রেখে হাত খানি,

রাজাকার যতো বংলায় আছে বের করবো সব টানি।

সত্যাগ্রহের মন্ত্র নিয়েই হত্যা করিব সব,

অত্যাচারীর রক্ত দিয়েই হবে আজ উৎসব।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.