নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
ফাঁসির দাবী নিয়ে এসেছি আজ, প্রজন্ম চত্বরে!
জনতার গর্জণ, গণজাগরণ চারদিকে উন্মাতাল;
প্রতিবাদের শপথে উচ্চারিত- ফাঁসি চাই,
'রাজাকার' আর 'আল বদর' - যুদ্ধাপরাধীদের।
আমার রক্তে ক্রমশঃ বীজ বোনে যায় একাত্তর
পিতার বুলেটবিদ্ধ বুক, মায়ের করুণ কান্না,
ধর্ষিতা ভগ্নীর তীব্র হাহাকারের চিৎকার;
হিংস্র পশুর দল - এবার বাংলা ছাড়।
জাগ্রত জনতার দৃপ্ত শপথের মুষ্ঠিবদ্ধ হাত যেন
চেতনবিদ্ধতার অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত আকাশ-পাতাল;
কি দিয়ে বাঁধবে জণসমুদ্রের তীব্র জোয়ার?
দ্বিতীয় মুক্তিযুদ্ধের শাণিত পদক্ষেপের শুরু আজ।
এই প্রজন্ম চত্বর ইতিহাসের এক আকর,
ভালোবাসা এবং ক্ষোভের কেন্দ্রবিন্দু;
চতুর্মুখী জনতার স্রোতের তীর্থ স্থান
রেস কোর্সের পবিত্রতার পর প্রজন্ম চত্বর।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪
একটি উদাসী মেয়ে বলেছেন: প্রজন্ম চত্বরে জেগে উঠেছে জনতা
দাবি শুধু একটাই
রাজাকারের ফাঁসি চাই । +++
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ।
ভাল থাকুন একজন উদাসী মেয়ে।
মানুষের বেলায় 'একটি' হওয়া উচিৎ নয়।
৩| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
abdullah al masud বলেছেন: প্রজন্ম চত্বর নয় জারয জন্ম চত্তর । যত সব ধর্মদ্রোহী , নাস্তিক মুরতাদ ।
১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৪
কবীর হুমায়ূন বলেছেন: ইতিহাসের স্রোতধারা
রুদ্ধ করতে পারবে কারা?
যারা ধার্মিক- তারা অন্য একজন মুসলমানকে 'নাস্তিক' বলতে পারে না; তার ধর্মবোধ নষ্ট হয়ে যায়।
৪| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
HHH বলেছেন: কন্ডম চত্তর
১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৬
কবীর হুমায়ূন বলেছেন: এখানে রাজনীতি নয়; কাব্যিকতা নিয়ে কথা বলা সঙ্গত ছিলো।
৫| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩০
একজন ঘূণপোকা বলেছেন: HHH বলেছেন: কন্ডম চত্তর
লেখক বলেছেন: এখানে রাজনীতি নয়; কাব্যিকতা নিয়ে কথা বলা সঙ্গত ছিলো।
কবিতার সাব্জেক্টা নিয়ে কথা বলাও যায় খালি কাব্যিকতা নয়। রাজনীতি নিয়ে লেখা কবিতাতে রাজনীতি আসতেই পারে
১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩২
কবীর হুমায়ূন বলেছেন: বিষয়টা কি সত্য ইতিহাসের বাস্তবতা বহির্ভূত?
ঘটনা সত্য, বিষয়টা্ও সত্য। এবং সত্য সর্বদাই সুন্দর।
আর সুন্দরই আমাদের কাম্য হওয়া উচিৎ নয় কি?
©somewhere in net ltd.
১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮
স্পাইসিস্পাই001 বলেছেন: রাজাকারের ফাসি চাই .....
ছাগুমুক্ত সামু চাই......
সবার চোখে বিজয়ের নেশা দেখতে পাচ্ছি......