নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

প্রজন্ম চত্বর

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৩





ফাঁসির দাবী নিয়ে এসেছি আজ, প্রজন্ম চত্বরে!

জনতার গর্জণ, গণজাগরণ চারদিকে উন্মাতাল;

প্রতিবাদের শপথে উচ্চারিত- ফাঁসি চাই,

'রাজাকার' আর 'আল বদর' - যুদ্ধাপরাধীদের।



আমার রক্তে ক্রমশঃ বীজ বোনে যায় একাত্তর

পিতার বুলেটবিদ্ধ বুক, মায়ের করুণ কান্না,

ধর্ষিতা ভগ্নীর তীব্র হাহাকারের চিৎকার;

হিংস্র পশুর দল - এবার বাংলা ছাড়।



জাগ্রত জনতার দৃপ্ত শপথের মুষ্ঠিবদ্ধ হাত যেন

চেতনবিদ্ধতার অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত আকাশ-পাতাল;

কি দিয়ে বাঁধবে জণসমুদ্রের তীব্র জোয়ার?

দ্বিতীয় মুক্তিযুদ্ধের শাণিত পদক্ষেপের শুরু আজ।



এই প্রজন্ম চত্বর ইতিহাসের এক আকর,

ভালোবাসা এবং ক্ষোভের কেন্দ্রবিন্দু;

চতুর্মুখী জনতার স্রোতের তীর্থ স্থান

রেস কোর্সের পবিত্রতার পর প্রজন্ম চত্বর।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮

স্পাইসিস্পাই001 বলেছেন: রাজাকারের ফাসি চাই .....

ছাগুমুক্ত সামু চাই......

সবার চোখে বিজয়ের নেশা দেখতে পাচ্ছি......

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪

একটি উদাসী মেয়ে বলেছেন: প্রজন্ম চত্বরে জেগে উঠেছে জনতা
দাবি শুধু একটাই
রাজাকারের ফাঁসি চাই । +++

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ।
ভাল থাকুন একজন উদাসী মেয়ে।
মানুষের বেলায় 'একটি' হওয়া উচিৎ নয়।

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

abdullah al masud বলেছেন: প্রজন্ম চত্বর নয় জারয জন্ম চত্তর । যত সব ধর্মদ্রোহী , নাস্তিক মুরতাদ ।

১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৪

কবীর হুমায়ূন বলেছেন: ইতিহাসের স্রোতধারা
রুদ্ধ করতে পারবে কারা?

যারা ধার্মিক- তারা অন্য একজন মুসলমানকে 'নাস্তিক' বলতে পারে না; তার ধর্মবোধ নষ্ট হয়ে যায়।

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

HHH বলেছেন: কন্ডম চত্তর

১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৬

কবীর হুমায়ূন বলেছেন: এখানে রাজনীতি নয়; কাব্যিকতা নিয়ে কথা বলা সঙ্গত ছিলো।

৫| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩০

একজন ঘূণপোকা বলেছেন: HHH বলেছেন: কন্ডম চত্তর

লেখক বলেছেন: এখানে রাজনীতি নয়; কাব্যিকতা নিয়ে কথা বলা সঙ্গত ছিলো।



কবিতার সাব্জেক্টা নিয়ে কথা বলাও যায় খালি কাব্যিকতা নয়। রাজনীতি নিয়ে লেখা কবিতাতে রাজনীতি আসতেই পারে

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩২

কবীর হুমায়ূন বলেছেন: বিষয়টা কি সত্য ইতিহাসের বাস্তবতা বহির্ভূত?
ঘটনা সত্য, বিষয়টা্ও সত্য। এবং সত্য সর্বদাই সুন্দর।
আর সুন্দরই আমাদের কাম্য হওয়া উচিৎ নয় কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.