নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

আবার আসিবো ফিরে

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪





আবার আসিবো ফিরে ছুঁড়ে অবসাদ,

এক মুঠো গোলাপের সুরভীতা নিয়ে;

তোমার ঝর্ণাতলের লবনের স্বাদ

আকন্ঠ করিবো পান অনুরাগ দিয়ে।

রতির স্বেদ কণার আতরের লু'তে

বিমোহিত অণুক্ষণ যাবো স্নান করে;

যোনীর লোহিত জলে তৃপ্ততার সুখে

সানুদেশে শুয়ে রবো আলোময় ঘরে।

নক্ষত্রের অনুজ্জ্বল আলোক যখন

আমাকে পথ দেখায় স্বর্গ-পথ পানে;

সঙ্গম তাড়না জ্বেলে তুমিই তখন

ধীর লয়ে আসবে ঐ নিরব নির্জনে।

দুই হাতে তুলে নেবো অরূপ শরীর,

স্থিত হবে কামনার উদ্বেলিত নীর।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৯

শ্যাডো ডেভিল বলেছেন: ১৮+ ;)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ।
ভাল থাকুন।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৩

শিপু ভাই বলেছেন:
১৮+ কবিতায় ১৮টা ++++++++++++++++++ B-))

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০

কবীর হুমায়ূন বলেছেন: ভাল থাকুন শিপু ভাই।
কেমন আছেন?
অনেকদিন পর পেলাম।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০০

শিপু ভাই বলেছেন:
ভাল আছি ভাই!!!

প্রতিদিনই শাহবাগ যাই!!!


ইদানিং ব্লগে সময় কম দেয়া হয় পেশাগত ব্যস্ততার কারণে!!!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬

কবীর হুমায়ূন বলেছেন:
আমিও যাই। গতকালও ছিলাম।
'অন্যমনস্ক শরত'-এর সাথে কথা হলো।
ভালো থাকুন সব সময়।

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৫

স্নিগ্ধ শোভন বলেছেন:



১৮+ ;)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ।
ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.