নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
এই নাও রাজবেশ, বৃক্ষ হবো আজ;
নদীর মতো নর্তকী হয়ে এসো রাতে;
ছুঁড়ে ফেলে দিবো জীবনের সব কাজ,
ত্রিবেনী সঙ্গমে রবো তোমারই সাথে।
লক্ষ কোটি অন্ধকারে জোনাকির আলো
জমা রাখি শরীরের দুর্বিনীত ত্রাস;
শৈবালিনী! এইবার কামনায় জ্বালো
সোহাগী রতি ছন্দ; আমাকে করো গ্রাস।
উজ্জ্বল মোতির মতো দ্যুতিময় প্রাণ
তোমার সুন্দরবনে; তীব্র পিপাশায়
ছুটে আসি আরো বাড়ে আকাঙ্খার টান;
এক সাথে মিশে যেতে থাকি অপেক্ষায়।
সীতাকেই বুকে রাখে অযোধ্যার রাম,
তোমাতে সেই প্রণতী- এই জানালাম।
©somewhere in net ltd.
১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪১
আমি কিন্তু সেইরকম! বলেছেন: আপনার কবিতা ২ -৪ টা পড়লাম । নিজস্বতার কোন ছাপ খুজে পেলাম না । শব্দ - চয়নেও জীর্ণ । নিজস্ব ধারা তৈরি করতে না পারলে লিখে লাভ নেই । অনেক ত লিখলেন এবার এই চেষ্টাই করুন ।