নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

ফিরবে না সুখের রঙিন দিন

০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৮

সোনা মাখা রোদ, জ্যোস্নার ঢেউ,

শিশির সিক্ত মুক্তোর মতো ঘাস;

ছড়িয়ে ছিটিযে পড়ে আছে সব

পেছনের পথে, কাঁদে তাই নিশ্বাস।



চপল কিশোর আষাঢ় জলেতে

তুফান উঠায় মায়ের শাসন ভুলে;

চতুর সময় কেড়ে নিছে সব,

পেছনের রেখা মিশে আঁধারের চুলে।



পরাভূত ক্ষণ ঝিমুয় এখন,

কঠিণ আঘাতে ভেঙ্গে পড়ছে, হায়!

ইট পাথরের ঘরে বসবাস-

বন্দি হৃদয় মুক্তির ছোঁয়া চায়।



জীবনের ধারা সমুখে আঁধার-

আলোময় ছিলো অতীতের সব ঋণ,

বেদনায় চোখ জলে ছল ছল

ফিরবে না আর সুখের রঙিন দিন।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৩

স্নিগ্ধ শোভন বলেছেন:




=============================
জীবনের ধারা সমুখে আঁধার-
আলোময় ছিলো অতীতের সব ঋণ,
বেদনায় চোখ জলে ছল ছল
ফিরবে না আর সুখের রঙিন দিন।
=============================

ভালোলাগা রেখে গেলাম।


ব্লগে আমন্ত্রণ রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.