নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
হে পরঞ্জয়! জেগে উঠো ভোরের শুদ্ধতা নিয়ে
দুর্বৃত্তায়িত ছলনা ছুঁড়ে কুয়াশাভেদি আলোয়,
আগুন-রক্ত-হিংসা-গলিত ভালোবাসার প্রবাহ,
পরাভূত অপশাক্তের নর্তন-কুর্দনের দুঃসহতা।
শানিত চৌকশ মেধার সম্মিলন, বিনীত উচ্চারণ-
ধ্বংস নয় ক্রোধে, মাতৃমুক্তির দৃপ্র অঙ্গীকার;
অপ্রেম-ক্লেদ ক্লীবতায় জন্মাক পরিপূর্ণ শতদল,
সঠিক নিশানা বরাবর উঠে এসো, পরঞ্জয়।
পিছনে অন্ধকার, কান্নার চিৎকার, জুজুর ভয়,
পোয়াতীর শরীর আজ তো অস্থির জতুগৃহে;
অতঃপর, জন্ম নিবে কাম্য আলোক-সন্তান-
মরুয়ত পরঞ্জয়! তরসায় এসো দৃপ্ততায়।
১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:২১
কবীর হুমায়ূন বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য।
শুভ্র-চেতনার পরার্থপর মানস বিশিষ্টি নেতৃত্বের আবাহন করা হয়েছে কাব্য।
ভালো থাকুন সব সময়।
২| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৪২
উদাস কিশোর বলেছেন: ভাল লাগলো ।
বুঝতে বেশ কয়েকবার পড়তে হলো ।
শুভ কামনা
১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:২২
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ উদাস কিশোর।
ভালো থাকুন নিরন্তর।
©somewhere in net ltd.
১| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১০
তওসীফ সাদাত বলেছেন: ছন্নছাড়া মনে হয়েছে কেন যেন !! আসলে এখন কবিতার মুড এ নেই বলা চলে।
তবে কিছুক্ষণ ভাবার পর ভালোই লেগেছে কবিতাটি।