নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

বিন্দু কাকা

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৪





বিন্দু কাকা বৃদ্ধ কালে-

সিন্ধু লয়ে খেলছে খেলা,

হিসাব তাহার নড়বড়ে যে

কষতে গেলে বুঝছে ঠ‌্যালা।



ভোরে বলে, আমার আমি

বিকেল বেলায় রয় না তাতে;

বন্দুকেরই গুলি গুণে

তেঁতুল মোল্লার বদদোয়াতে।



ফাঁটা বাঁশের চিপায় পড়ে

বিন্দু কাকার প্রান যে সারা;

সামনে দেখে চপলা রাই,

পিছে দেখে অন্ধ কারা।



বিন্দু কাকা বড়োই বাঁকা,

তেলেসমাতির বোল বলেন;

মাঝে মাঝে হারিয়ে গিয়ে

সভার মাঝে হাই তোলেন।



আগে পিছে সংখ্যা দিলে

বিন্দুখানি হয় দামী,

তাই বুঝি এই বিন্দু কাকা

করছে শুধু ফাইজলামি।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৪

অরুদ্ধ সকাল বলেছেন:
সত্যিই ভালো ঠেকিল।

পুনর্বার দেখিতে চাই এমনতর লেখা

১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:০৭

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ অরুদ্ধ সকাল।
ভালো থাকুন।

২| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৫

মামুন রশিদ বলেছেন: খুব সুন্দর!

১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৫

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.