নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
কাচুলি বিহীন বিশাল আকাশ চন্দনে চর্চিত
দেখেছি হঠাৎ নাভীর নিচের ত্রিভূজ-
নীল নিমুকের নদী;
চৈতণ্যের বুকে ধ্বস নামে- দীর্ঘশ্বাস-
মরুর হাওয়া বইছে নিরবধি।
থর থর কাঁপে সিদ্ধার্থ-প্রাণ নিখুঁত শিঞ্জিতে
উত্তাল হাওয়ায় কাচের ঘরে ঝনঝন-
এক পদ্মাবতীর রূপ;
চারিদিকে সুরধ্বনির তুমুল আওয়াজ-
দেখে ও শুনে এক্কেবারে চুপ।
১৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩১
কবীর হুমায়ূন বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০০
সকাল রয় বলেছেন: শৈল্পিক!