নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

অচিন প্রিয়

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৯





কিছু স্বপ্ন রেখে যাই আগামী দিনের

বন্ধুদের তরে, থরে থরে পথ-মাঝে;

একদিন শোধ হবে জীবন ঋণের

সব চাওয়া-পাওয়া বিষাদের সাঁঝে।

এইখানে ভালোবাসা অর্থহীন রাগ

ধুসর লহরী তুলে সুদূরে হারায়,

অর্থের নিক্তিতে মেপে যায় অনুরাগ,

আপন গন্তব্যে হাঁটে পিছে নাহি চায়।



স্বপ্নের কোমল দেহ নিয়তই পিষ্ট

হয় কামনার ঘায়ে, বিমল প্রাণের

সমুদয় আরাধনা পড়ে থাকে ক্লিষ্ট

বদনে পথের মোড়ে, জীবনের জের।

আমার অবর্তমানে তুমি তুলে নিও

সকল সৌন্দর্য বাণী, হে অচিন প্রিয়।





মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৬

কসমিক- ট্রাভেলার বলেছেন:





+++++++++++

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৭

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ।
সুন্দর থাকুন সব সময়।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:


সুন্দর সনেট

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৭

কবীর হুমায়ূন বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩২

শরৎ চৌধুরী বলেছেন: বাহ! চমৎকার।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৬

কবীর হুমায়ূন বলেছেন: আমার 'দুঃখবোধের সরলতা' আসছে । সম্ভবতঃ আগামী শুক্রবার জাফর ইকবাল স্যার মোড়ক উন্মোচন করবেন। তোমার নাম 'মুখবন্ধ'-এর প্রথমেই লিখে দেওয়া হয়েছে। আন্তর্জাল জগতে নিয়ে আসার যুবাপুরুষ হিসেবে।
ভালো থেকো।

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৩

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.