নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
তোকে ভালোবাসি বলে আকাশে তাকাই-
লাল নীল সবুজাভ আলোকের অন্য
এক অপরূপ ছবি খুঁজে নাহি পাই;
তাই, ক্রমে ক্রমে হই গোঁয়ার ও বন্য।
তোর শ্যামলীমা রূপ ছড়ায় এখন
মাতাল হওয়া এক সুরভীত গন্ধ;
স্বপ্ন-দোলনায় চড়ে এ আমি যখন
লোভের আবেশে মজে হয়ে যাই অন্ধ।
সময়ের সন্তানের প্রিয় মাতা হয়ে
অশান্ত ঢেউ তুলিস আমার অন্তরে;
বাংলাদেশ! প্রিয় দেশ আমার হৃদয়ে
জলোচ্ছ্বাস জাগে শুধু, সমুদ্রে সন্তরে।
তোমাতে শেষ প্রণতী জনম আমার-
মৃত্যুর আঁধার ছুঁয়ে মিশবো আবার।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৩
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর প্রচেষ্টা +