নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
একটি চিঠিও হয়নি তোমায় লেখা,
প্রেমের আকর তুলে ধরে তাতে, মেয়ে!
যমুনার তীরে বালুকার মাঝে রেখা
তুলেছি গোপনে আনমনে শুধু চেয়ে।
এঁকে গেছি শুধু হিজলের ছবি,
পোয়াতী ধানের জমি,
ভালোবাসা-নামে ফানুস জ্বেলেছি
করেছি গোয়ার্তুমি।
শরীরে তোমার রাখিকো হাত মোহে,
চুম্বন করে তুলেনি অধরখানি;
তবুও ঝরেছো নির্জনে প্রত্যহে,
ভালোবাসা তুলে ধরিয়াছো অভিমানি।
দূরের রাগিনী শোনায়েছো তুমি
বীণা শিঞ্জিত সুরে,
গহীন পিরিতি ঝংকারী উঠে
দূর থেকে আরো দূরে।
একি ভালোবাসা! দুরন্ত সুরধ্বণি
অলোকের পাড়ে ছড়ায় দুঃখ গীতি!
কামহীন আশা জেগে উঠে ঝলকানি-
বিচ্ছেদে সুখ অপরূপ এক রীতি।
দূরের দেশেতে লুব্ধক রূপে
জেগে বহো সারা রাত,
আমাদের প্রেম শিশিরের মতো
ডেকে আনবে প্রভাত।
মিলনের ছোঁয়া সুখখোরদের থাক,
পারিজাত যতো হোক না তাদের সব;
জীবন জন্ম হোক আজ নির্বাক-
দুঃখ মথিয়া করবো যে উৎসব।
১৪-০২-২০১৪।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭
কবীর হুমায়ূন বলেছেন: মাত্র ৫৩ খানা।
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৪
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: কথাগুলো ভাল লেগেছে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৯
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০০
এহসান সাবির বলেছেন: চমৎকার কবিতা।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৪
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৫
পাঠক১৯৭১ বলেছেন: আপনার কবিতার বইতে কয়টি কবিতা আছে?