নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
বৈশ্বিক এই উষ্ণতাতে সাগরের জল বাড়ে,
কই গেলি সব অভাগার দল আয়রে সাগর পাড়ে।
বাড়ছে পানি সাগর বুকে ডুববে বুঝি দেশ,
উঞ্চতারই ছোঁয়া পেয়ে গলছে বরফ বেশ।
ডুববে বাড়ি, ডুববে জমি, ডুববে মানুষ জন,
সাগর পাড়ে আয়রে ছুটে সব অভাগা মন।
অভাগারা যেদিকে চায় সাগর শুকাই যায়,
আদর করে ডাকছি তোদের সাগর পাড়ে আয়।
দৃষ্টি মোদের পেলে যদি সমুদ্র জল কমে,
আমরা হবো মহতি জন থাকবো রে সম্ভ্রমে।
আমি আছি সবার সাথে দল বেঁধে সব আয়,
সব অভাগার মিলন হবে বালুকার বেলায়।
©somewhere in net ltd.
১| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৩০
একজন ঘূণপোকা বলেছেন:
ভালো কবিতা