নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
সূর্যের তরল রৌদ্রের গলিত লাভা
কর্মক্লান্ত দেহের ভাঁজে সঞ্চারি’ তাপ;
সবুজ আস্তিনে বিকাশে বিষন্ন আভা
কালসিটে এক জীবনের অভিশাপ।
তোমার চোখের সেই গ্রাম্য সরলতা
জীবনের কঠিন ঘা-য়ে শ্যামল-হারা;
ক্রমেই ভিড় করে দুরন্ত জটিলতা,
তোমায় করেছে আজ দিশেহারা।
স্বপ্নগুলো ঝরে পড়ে ধূসর অঙ্গনে
চৈত্র তাপের খরায় কুসুমের মত;
এলেবেলে এ জীবন সুখ অন্বেষণে
মেঘ-বারি যাঁচে চাতক রূপ নিয়ত।
স্বর্ণ বালিকার প্রাণ কাঁদে নিরন্তর,
অন্তর পুড়ে অঙ্গার, পায়না অন্তর।
২| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৮
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১২ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগলো ।