নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

পুরাতন বরষের মতো

১৩ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩১





চৈত্র সংক্রান্তির অবসান হলো আজ

প্রভাতে সূর্য উঠবে লাল-

তোমার কপালের টিপের মতো;

নিরন্তর দুঃখের ভেতরে ভালোবাসা নিয়ে



তোমার সম্মুখে হয়েছি নত।

ভুলে যাও সব অভিমান,

ভুলে যাও সকল দুঃখ-গাঁথা-

পুরাতন বরষের মতো।



আজ আনন্দ হিল্লোল জাগুক প্রাণে,

অশ্বত্থ তলে বাঁশুরীর টানে

পরস্পর সুখের আহ্বানে

করে যাবো শুভ্র চেতনায় আশিষ অবিরত;

ভুলে গিয়ে ভুলগুলো- জীবনে ছিলো যত

এসো, ছুঁড়ে ফেলি দূরে সকল বেদনা

পুরাতন বরষের মতো।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকে নতুন বছরের শুভেচ্ছা জানাই।
শুভ নববর্ষ!

২| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৩

এহসান সাবির বলেছেন: শুভ হোক নববর্ষ ১৪২১।

সুন্দর কবিতা।

৩| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১:০০

বাকপ্রবাস বলেছেন: একটু দেরী হয়ে গেল, তবুও কবিতা পড়ে শুভেচ্ছা জানাতে ইচ্ছে হল, শুভেচ্ছা জানবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.