নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
আবার যদি আসি ফিরে
ছন্দ খেলার কাব্য তীরে
রাখবো তোমায় হৃদ-মন্দিরে
জল থই থই নদী।
উজান পথে তরী বেয়ে
ব্যাকুল সুরে যাচ্ছি গেয়ে
এখন না হয় বুঝলে মেয়ে
কাঁদছিলো জলধি।
দূর আকাশের চাঁদের মত
টানো তুমি অবিরত
জোয়ার-ভাটা হয় নিয়ত
হৃদয় সমুদ্দুরে,
অন্তরে অনন্ত ব্যথা
জলের স্বরে ব্যকুলতা
উর্মিফণায় হাজার কথা
পড়ছে ঝুরে ঝুরে।
আকাশ ভাঙ্গা শাওনের রাত
আনলো কিগো শুভ্র প্রভাত?
বাড়িয়ে দিলে তোমার দু'হাত
প্রেম মাধুরী মেখে!
চাইলে তো আর যায় না ফিরা
ক্যামনে ভাঙ্গি মাথার কিরা?
এবার না হয়, হে অধীরা!
যাই তোমাকে রেখে।
৩১/০৭/২০১৫
মিরপুর, ঢাক।
©somewhere in net ltd.