নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

প্রেম

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১২

প্রেম আর ধোয়া যায় না রাখা চাপা,
বিন্দু থেকে সিন্ধু হয়ে নিন্দার কাটা ফুটে;
তাই, শ্বাশ্বত প্রেম হয় না কভু মাপা,
তীব্র বেগে পরস্পরের মনের পানে ছুটে।

চক্ষু মুদে অক্ষির আলো হেরে,
নয়ন জলে ছায়া ফেলে তাজমহলের রূপ;
এ যে, প্রখর তৃষ্ণা সকল সুধা ছেড়ে,
ভালোবাসার দরজা খুলে পরস্পরে চুপ।

প্রেম হলো ধীর, প্রশান্তময় মায়া,
নিশ্চয়তার চরমতম স্বর্গ-সুখের পরশ;
সে তো, স্বার্থবিহীন লাল গোলাপের ছায়া,
ভিখারীকে রাজা বানায় প্রেম এমনই সরস।

১৮/০৯/২০১৫
মিরপুর, ঢাকা।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৫

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩২

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ জনাব প্রামানিক। ভালো থাকুন।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২০

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লাগলো। B-) B-)

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৩

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ জনাব শাহরিয়ার কবীর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.