নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

বিনোদিনী

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৪

আমার তৃষ্ণা তোমার সুধা, তোমার তৃপ্তি আমার,
আমার হৃদয় অগ্নি জ্বালায় মন-চেতনার কামার।
ভালোবাসার দরজা খুলে দাঁড়াই দিনের শেষে,
তোমায় ছুঁলেই সব দীনতা কাটবে অবশেষে।

অহঙ্কারের অন্ধকারে শাওন মেঘের মতো,
ঠোঁট ফুলিয়ে উল্টো কথা বলছো অবিরত।
জানো নাকি, নেইকো নিয়ম যুদ্ধ এবং প্রেমে?
তোমার ঠোঁটে রাখতে এ ঠোঁট আসবো আমি নেমে।

ননীর শরীর, অরূপের রূপ, লাল আপেলের গাল!
ছুঁয়ে দিলেই হইবো আমি নন্দনের দুলাল।
গোধুলি রঙ পড়িয়ে দিবো আলতা করে পায়,
তাইতো আমার ভাটির নদী উজান পানে ধায়।

স্বার্থসিদ্ধির চরমতম অভিব্যক্তি প্রেম,
হে রূপসী! গোপন করে তোমায় জানালেম।
ক্ষমাই যদি করবে না গো, ভালোবাসলে কেনো?
এই কবিতা তোমায় নিয়ে, বিনোদিনী জেনো।

১৮/০৯/২০১৫
মিরপুর, ঢাকা।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪২

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪১

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৭

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা । ভাল লেগেছে ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৩

কবীর হুমায়ূন বলেছেন: অনেক ধন্যবাদ জনাব । ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.