নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
মানুষ জীবন পুষ্পিত প্রাণ, ভালোবাসা মধু তার,
ভালোবাসা দিয়ে মরুতে ফোটায় পুষ্পের সমাহার।
ভালোবাসা দিতে হয়ো না বিমুখ ভূবন চিলের মত,
পৃথিবীর ঘুঘুদের ন্যায় মন কেঁদে যায় অবিরত।
ভালোবাসা জাগে তোলাপাড় করি' মেঘনার কালো জলে,
অপরূপ এক নিটোল নদীতে সাগরের ঢেউ তোলে।
পাখি বাঁধে বাসা লতাপাতা দিয়ে, মানুষতো তাহা নয়,
ভালোবাসা দিয়ে বন্ধনে রাখে দু'টিচেতন-হৃদয়।
ভালোবাসা, ঘৃণা একসাথে চলে বড়োই অবিশ্বাস,
পৃথিবীর প্রেম দু'জনার মনে, আকাশে জন্মে ঘাস!
অর্থ-বিত্ত-অট্টালিকা ছেড়ে আমি হয়েছি কবি,
তোমার বাগের গোলাপের রসে ভেজাবো মুখচ্ছবি।
সুখানন্দকে ভাগ করো যদি- পাবো জ্ঞান আর প্রেম,
পুঁজিবাদী স্বার্থের কাছে, জ্ঞান বিসর্জন দিলেম।
জ্ঞানের রাজ্যে প্রবিষ্ট হয়ে মুক্তি চাইনা আর,
তোমার প্রেমের আলোতে আমার ঘুচুক অন্ধকার।
পৃথিবীর পথে আমরা দু'জন পুরোনো প্রেমিক, প্রিয়!
পান করে যাবো প্রেমানন্দের রস, স্বর্গ-অমিয়।
১৮/০৯/২০১৫
মিরপুর, ঢাকা।
©somewhere in net ltd.
১| ২৪ শে মে, ২০১৬ সকাল ১০:১৫
হাসান মাহবুব বলেছেন: চমৎকার।