নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

অগ্নিমশাল জ্বালো

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৮

তোমাকেই শুধু একবার ছোঁব গভীর ভালোবাসায়,
অহংকারের অন্ধকারে যখন গোধুলি হারায়।
প্রেম হলো নিরন্তর অনিশ্চিত, এইটুকু জানি,
ভালোবাসার ছিদ্রপথে চলে সঙ্গম, শয়তানি।
ডালিম ফুলের মতো রাঙা ঠোঁট স্বপ্নে দেখেছি কতো!
আপেলের মতো গাল ছুঁয়ে দিতে হেঁটে চলি অবিরত।
বারবার এসে মানুষীর প্রেমে পাইনি নিদর্শন,
জীবনানন্দ কেঁদেও পায়নি সুরঞ্জনার মন।
সুরঞ্জনার সুন্দর শরীর, আকর্ষণীয় চোখ,
স্বার্থক প্রেমের কবিতাখানি পড়েছে সর্ব লোক।
চন্দ্রাহত রজনীর শেষে ভন্ডরা সবাই বলে-
'সুরঞ্জনার মনের ভেতরেই অনিন্দ‌্যতা দোলে।'
প্রতিটি ব্যর্থ প্রেমের কবিতা তোমার চরণে রাখি,
ক্ষমা যদি না করতে পারো, কেনো আঁখিতে রেখেছো আঁখি?
তুমি কি সেই রূপসীদের মতোন, স্পর্ধিত কবিতা!
প্রখর দুপুরে মেঘে ঢেকে দেয় তেজদীপ্ত সবিতা?
এসো, শরীরে শরীর ঘসে জ্বালি তীব্র সুখের আলো,
রোমাঞ্চ ও প্রেমে এবার তুমি অগ্নিমশাল জ্বালো।

১৯/০৯/২০১৫
মিরপুর, ঢাকা।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪৩

খায়রুল আহসান বলেছেন: অসাধারণ কবিতা! খুব সুন্দর ভাব, ভাষা আর ছন্দ।
প্রজ্বলিত অগ্নিমশাল সবকিছু পুড়ে ভস্মীভূত করে দিতে পারে, তা জেনেও আপনার সাথে কন্ঠ মিলিয়ে বলছি, প্রেমের অগ্নিমশাল জ্বালো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.