নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
মানুষের মনে বাসনাকুসুম ফুটে,
ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে পড়ে পায় নাতো করপুটে;
তাই তো জগতে নিতি নিঝঝুম রাতে,
অশ্রুজলের নদী বয়ে যায়; ঘুমহীন আঁখিপাতে
তীব্রদহন জ্বলে,
যুগ যুগ ধরে পৃথিবীর তলে নিষ্ঠুর কৌশলে।
বুকের ব্যথাটি দাউ দাউ জ্বলে, আগ্নিগিরির মতো
সবুজ পৃথিবী অস্থিরতায় কেঁপে যায় অবিরত;
মানুষের মন সোহাগী পরশ চায়-
ভালোবাসা-মমতায়।
বোবা কান্নারা ঢুকরে ঢুকরে কাঁদে-
জীবনের অবসাদে,
কখনো বোঝে না কেহ-ই পরস্পর;
বিচ্ছেদগুলো হচ্ছে নিয়ত কষ্টের মর্মর।
২১/১২/২০১৫
মিরপুর, ঢাক
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৩
কবীর হুমায়ূন বলেছেন: ভালোবাসা নিরন্তর । ভালো থাকুন সব সময় জনাব বিজন রয়।
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৫
হাসান ইমতি বলেছেন: পুরনো সায়রে বাসনার নতুন জল্প্রপাত,
আশার চোখে জেগে রয় আলোকসম্পাত।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৬
কবীর হুমায়ূন বলেছেন: গুগুলে কোন একটি বিষয়ে সার্চ দিতে গিয়ে 'সামু'কে পেলাম।
ভালো থাকুন হাসান ইমতি।
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৯
সৈয়দ কামাল হুসাইন বলেছেন: অনেক সুন্দর
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৪
কবীর হুমায়ূন বলেছেন: অনেক ধন্যবাদ সৈয়দ কামাল হুসাইন। ভালো থাকুন সব সময়।
৪| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ৯:৩৭
সায়েম মুন বলেছেন: সুন্দর।
২৪ শে মে, ২০১৬ রাত ১:২৩
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ জনাব সায়েম মুন। ভালো থাকুন।
৫| ২১ শে মে, ২০১৬ বিকাল ৩:০৬
খায়রুল আহসান বলেছেন: চমৎকার কবিতা লিখেছেন, প্রিয় কবি। কি গভীর বোধ থেকে এমন কথাগুলো উঠে এসেছেঃ
তাই তো জগতে নিতি নিঝঝুম রাতে,
অশ্রুজলের নদী বয়ে যায়; ঘুমহীন আঁখিপাতে
তীব্রদহন জ্বলে,
যুগ যুগ ধরে পৃথিবীর তলে নিষ্ঠুর কৌশলে - অসাধারণ পংক্তিমালা!
মানুষের মন সোহাগী পরশ চায়-
ভালোবাসা-মমতায় - কি আশ্চর্য! এমন কথাই তো আমি আজ সকাল থেকে ভাবছিলাম!
+ +
২৪ শে মে, ২০১৬ রাত ১:২৪
কবীর হুমায়ূন বলেছেন: ভালো থাকুন বন্ধু খায়রুল আহসান। এখন সামুতে খুব একটি আসা হয়ে উঠে না।
©somewhere in net ltd.
১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৯
বিজন রয় বলেছেন: মানুষের মনের বাসনার কোন শেষ নেই।
ভাল লাগল লেখাটি।
++++