নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

আশাব্যঞ্জক বাংলাদেশ

১৬ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩১

এ বাংলাদেশ এমন এক দেশ স্বপ্ন থেকে সৃষ্টি যার,
বাংলাদেশ এক অশেষ রূপের, প্রতিবাদ তার অহঙ্কার।
শান্তিপ্রিয় বাঙালিরা নিজের ভাষা সংস্কৃতি,
রাখতে অটুঁট বিশ্বমাঝে টুঁটতে পারে ভয়-ভীতি।
পাগলপারা সুন্দরতা উপচে পড়ে সবখানে,
ভয় দেখিয়ে জয় করিবে, পারবে না কেউ সব জানে।
বিবেক বিহীন সন্ত্রাসীরা করছে মানুষ হত্যা যতো,
বীর বাঙালি হবেনাকো সন্ত্রাসীদের কাছে নত।
যে জাতিতে ফারাজ জন্মে; সেই না জাতির কিসের ভয়?
মানুষ তরে মানুষ জীবন প্রমান করছে সে নিশ্চয়।

এইখানে হয় আজান ধ্বনি, হোলির উৎসব রং-ছড়া,
বড়দিন আর চীবর দানের অনুষ্ঠান হয় প্রাণ কাড়া।
এই বাঙালি মিলেমিশে হাজার যুগের আত্মীয়,
ভয়কে আমরা জয় করিবো, বিশ্ব-সুজন জেনে নিও।
লক্ষ্য যাদের শুভ্রতাময় তাদের আবার কিসের ভয়?
আমরা সবাই আবার গা'বো- 'জয় বাংলা, বাংলার জয়'।
বিজয়ের বীজ লুকিয়ে আছে, বাঙালি যে বীরের জাত,
মৌলবাদী সন্ত্রাসী সব এবার হবেই সব নিপাত।

১৫/০৭/২০১৬
মিরপুর, ঢাকা

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৬ রাত ৩:৫১

মহা সমন্বয় বলেছেন: বিজয়ের বীজ লুকিয়ে আছে, বাঙালি যে বীরের জাত,
মৌলবাদী সন্ত্রাসী সব এবার হবেই সব নিপাত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.