নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

এক চাইনিজ ডাক্তারের গল্প

২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৪১


উন্নত জীবন যাপনের লক্ষ্যে চায়না থেকে এক ডাক্তার আমেরিকায় ইমিগ্রেন্ট হয়ে এসেছে। কিন্তু চাইনিজ ডাক্তারের আমেরিকায় তেমন কোন গুরুত্ব নেই! অনেক খোঁজা খুঁজি করেও বেচারা কোন কাজ জুটাতে পারলো না! অবশেষে সিদ্ধান্ত নিল সে নিজেই একটা ক্লিনিক খুলে বসবে। সে তাই করলো। ক্লিনিক খুলে সাইন বোর্ডে লিখে দিল "বিশ ডলার দিয়ে চিকিৎসা নিন, সুস্থ না হলে একশ' ডলার ফেরত নিন।"
চমৎকার এই বিজ্ঞাপন দেখে এক আমেরিকান আইনজীবী ভাবলো বোকা ডাক্তারের কাছ থেকে একশ ডলার আয় করার দারুন একটা মওকা পেলাম। সে গেল চাইনিজ ডাক্তারের কাছে। গিয়ে বললো আমি কোন কিছু খেলে স্বাদ পাইনা! আমার জিহ্বার স্বাদ নস্ট হয়ে গেছে আমাকে ঔষুধ দাও।
ডাক্তার তার নার্সকে ডেকে বললো '২২ নং বক্স থেকে তিন ফোটা ঔষুধ উকিল সাহেবের মুখে দাও-'
মুখে ঔষুধ দেওয়ার সাথে সাথে উকিল সাহেব বললো উহ্! এতো কেরোসিন!'
চাইনিজ ডাক্তার বললো, তোমার মুখের স্বাদ ভাল হয়ে গেছে, বিশ ডলার দাও।' বেচারা মন খারাপ করে বিশ ডলার দিয়ে চলে গেল।
কিছুদিন পর আমেরিকান উকিল সাহেব তার ডলার ফেরত পাওয়ার জন্য চালাকি করে বললো 'আমার স্মৃতি শক্তি হারিয়ে ফেলেছি, আমি কিছু মনে করতে পারছিনা আমাকে ঔষুধ দাও।'
ডাক্তার নার্সকে ডেকে বললো- '২২ নং বক্স থেকে উনাকে তিন ফোটা ঔষুধ দাও।'
উকিল সাহেব ভীষন রেগে গেল, বললো ওটা তো কেরোসিন।'
ডাক্তার বললো তোমার স্মৃতি ফিরে এসেছে, বিশ ডলার দাও।' বেচারা উকিল ভীষন ক্ষুদ্ধ হয়ে বিশ ডলার দিয়ে চলে গেল।
এরপর আমেরিকান উকিল সাহেব ভীষন উত্তেজিত। কী করে তার ডলারগুলো উদ্ধার করবে ভাবতে লাগলো। শেষে একটা ফন্দি করে পুনরায় ডাক্তারের কাছে গিয়ে বললো, আমি চোখে দেখিনা আমাকে ওষুধ দাও।
ডাক্তার আবারও তার নার্সকে হাত ইশারা করে বললো, ২২নং বক্স থেকে উনাকে তিন ফোটা ওষুধ দাও। উকিল দেখেও চুপ! কারন সে তো এসেছে অন্ধ হয়ে! কিন্তু ভিতরে ভিতরে প্রচন্ড অস্বস্তি বোধ করতে লাগলো। বুঝতে পারলো সেই কেরোসিন! তবুও ডলার ফেরত পাওয়ার জন্য চুপ করে সহ্য করলো। কেরোসিন খাওয়ার পর বললো আমি চোখে দেখছিনা আমাকে একশ' ডলার দাও।'
ডাক্তার ডলার দিয়ে বললো, এই নাও একশ' ডলার।'
এবার আর উকিল সাহেব চুপ করে থাকতে পারলো না! সে রেগে গিয়ে বললো, এটা তো বিশ ডলার!'
তখন ডাক্তার বললো, 'এই তো তুমি চোখে দেখতে পাচ্ছো, আমাকে আরও বিশ ডলার দাও।' (সংগৃহীত)

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:২৯

ডঃ এম এ আলী বলেছেন: গল্পটি ভাল লাগল ।ধন্যবাদ ।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:



ভালো লেগেছে।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২২

মোটা ফ্রেমের চশমা বলেছেন: খিক খিক খিক খিক! :D :D

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩১

মোটা ফ্রেমের চশমা বলেছেন: খিক খিক খিক খিক! :D :D

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৪৮

একটি পেন্সিল বলেছেন: এর আগেও ফেসবুকে অনেকবার পড়েছি, একই রকম।

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩৬

সম্রাট৯০ বলেছেন: হাহাহহা। দুনিয়াতে এই এক জাতি বাস্তবেই তারা খুব জ্ঞানি, কিন্তু খুব ঘাড় তেড়া, ওরা যা বুঝবে তা আপনাকে বুঝিয়ে ছাড়বে, যা বুঝবেনা তা জান কোরবান করে দিলেও বুঝবেনা, তবে তারা খুব সৎ, মিথ্যা বলেনা, অন্যের সম্পদ মেরে খাবেনা, টাকার সম মুল্যের শ্রম বা সম্পদ আপনাকে বুঝিয়ে সেই টাকা সে নিবে,ইহুদি এবং চাইনিজ জাতির সাথে কাজ করতে আমার ভালো লাগে, ওরা বিশ্বাসের মুল্য দিতে জানে।

ভালো লাগলো তাদের নিয়ে চমৎকার পোষ্টটি

৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৯

ঢাকাবাসী বলেছেন: বেশ ভাল লাগল্

৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৪

দিগন্ত জর্জ বলেছেন: অনেকদিন আগে একবার শুনেছিলাম গল্পটা। শেষেরটুকু জানতাম না। মজার ছিলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।

৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১২

মোটা ফ্রেমের চশমা বলেছেন: পোস্টটায় দুবার কমেন্ট করলাম, কমেন্টই দেখাচ্ছে না!!!

১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৪

নীল-দর্পণ বলেছেন: হা হা হা =p~ =p~

১১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২১

ইমরান আশফাক বলেছেন: মন্দ নয় গল্পটা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.