নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
কোথায় চলেছো এঁকেবেঁকে তুমি, কোথায় তোমার শেষ?
আমায় কি নেবে তোমার সঙ্গে? হবোযে নিরুদ্দেশ!
দু'পাশে তোমার বনের বাহার- আম-জাম-বট-বাঁশ,
আঁখি ভরে শুধু দেখতে দেখতে ক্লান্তি করবো নাশ।
কিচিরমিচির পাখিদের ডাক গোধুলির সন্ধ্যায়,
ঘুম পাড়ানির গানের মতোন কর্ণে বাজিছে, হায়!
পলির মাধুরী বক্ষে ধরিয়া, বয়ে যাও নিরবধি,
তুমি যে আমার শৈশব প্রেম, কাক-কালো-জল নদী।
এখন বড়োই জীর্ণ-শীর্ণ, দেখে সে' করুণ দশা,
বলবে কে আর কাব্য কথায়- 'মেঘনা সর্বনাশা!'
লাল-নীল-সাদা বাহারি বাদাম, মাঝিদের সুরে সুরে,
তোমার বুকেতে পাল তুলে নাও, চলে যেত কত দূরে!
ওই সব স্মৃতি স্বপ্ন-মেদুর, ছলকে ছলকে উঠে,
ভালোবাসাগুলো ধরে রাখি আজো, চেতনার করপুটে।
০১/১২/২০১৬
মিরপুর, ঢাকা।
২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৩
কবীর হুমায়ূন বলেছেন: অনেক ধন্যবাদ জনাব সুজন চন্দ্র পাল। ভালো থাকুন।
২| ০২ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৩৮
জগতারন বলেছেন:
ওই সব স্মৃতি স্বপ্ন-মেদুর, ছলকে ছলকে উঠে,
ভালোবাসাগুলো ধরে রাখি আজো, চেতনার করপুটে।
কবিতা পড়িয়া খুউব ভালো লাগিল।
কবিতায় হারানো স্মৃতি সুন্দরভাবে প্রকাশিত হইয়াছে।
কবির প্রতি অভিন্দন জানাইতেছি।
২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৪
কবীর হুমায়ূন বলেছেন: আমার লেখা আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো। ভালো থাকুন সব সময়।
৩| ০২ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫৪
Prince Hridoy বলেছেন: ভালো লেগেছে পড়ে।
২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৫
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৪৮
সুজন চন্দ্র পাল বলেছেন: "ভালোবাসাগুলো ধরে রাখি আজো, চেতনার করপুটে" বেশ ভাল লাগলো।