নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
তোমার চোখের আলোতে কবিতা ভাসে
এমন কবিতা বুঝে যায় সাধারণ
তোমার ঠোঁটের ভাষাতে কবিতা জাগে
এমন কবিতা বুঝে নেয় কবি মন।
তোমার চুলের বেনীতে কবিতা দোলে
এমন কবিতা বুঝে যায় পরবাসী
তোমার পায়ের নূপুরে কবিতা বাজে
এমন কবিতা বুঝে নেয় সন্ত্রাসী।
মিছিলের আগে কবিতারা কথা কয়
এমন কবিতা বুঝে না একনায়কে
শ্রমিকের ঘামে কবিতারা হেসে উঠে
এমন কবিতা বুঝে না মিল-মালিকে।
যুদ্ধের মাঠে কবিতারা গুলি ছোঁড়ে
এমন কবিতা বুঝে না ধনতন্ত্রী
ক্ষুধার্ত পেটে কবিতারা রুটি হয়
এমন কবিতা বুঝে না যড়যন্ত্রী।
কবিতাকে আজ জাগাবে তরুণ দলে
এলোমেলো করে সমাজ-নিয়মগুলো
কবিতাকে আজ জাগাবে রাখাল ছেলে
বুদ্ধিজীবীর আপোষকে করে ধুলো।
কবিতারা আজ পোড়ছে শ্মশানঘাটে
কবিতারা আজ ঘুমায় কবরখানায়
কবিতারা আজ ছেড়েছে ধর্মশালা
কবিতারা আজ টাকায় প্রণতি জানায়।
এবার মননে জ্বালাও অগ্নি শিখা
কবিতা আসুক আহত বাঘের মতো
দাবানল হয়ে কবিতা জাগুক মনে
পোড়াতে অনলে শোষক-শাসক যতো।
কবিতা! আমার অন্তর ফুঁড়ে জাগো
প্রভাত বেলার লাল সূরুজের আলো
কবিতা! আমার প্রিয়তির মতো এসো
চাঁদের স্নিগ্ধ অঢেল জোছনা ঢালো।
২৫/১২/২০১৬
মিরপুর, ঢাকা।
©somewhere in net ltd.