নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
রাজাকারের বাচ্চা কি তুই?
বর্তমানের প্যাটি রাজাকার?
কথায় কথায় প্যাজগি লাগাস,
প্রশ্নে স্বাধীনতার।
বাংলাদেশের স্বাধীনতা হু্ট করে কি এলো?
একাত্তরের কালে?
যদি বলিস, হ্যাঁ।
বলবো আমি, বড্ডো বোকা; কিছুই জানিস না।
স্বাধীনতার যুদ্ধ শুরু বিশ শতকের আটচল্লিশের সালে।
মাতৃভাষার প্রশ্নে চলে যুদ্ধ যুদ্ধ খেলা;
তারপর, তেইশ বছর।
রাখলো বাজি জীবন-যৌবন একজন মুজিবুর।
তাঁর নামেতে তুই,
তেল্-বেগুনে জ্বলে উঠিস, ওরে কুলাঙ্গার!
বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম শুনিলে শরীর জ্বলে যার;
বাংলাদেশের সে-ইতো শত্রু, সে-ইতো রাজাকার;
এবং সে-ইতো রাজাকার।
মুজিব হত্যার পরে,
সুবিধাভোগী সন্ত্রাসীরা গোয়েবলসের স্বরে,
বলেছিলো কতো কথা এবং মিথ্যাচার।
তারাই রাজাকার;
এবং তারাই রাজাকার।
২৬/১২/২০১৬
মিরপুর, ঢাকা।
২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৪
কবীর হুমায়ূন বলেছেন: পড়ার জন্য এবং সঠিক ও সত্যে কথার মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সব সময়।
©somewhere in net ltd.
১| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:১০
কলাবাগান১ বলেছেন: এবং এই নব্য রাজাকার দের প্রিয় একটা বুলি হল যে 'আসল স্বাধীনতার ইতিহাস খুজছি'...ইতিহাস বদলায় না ...বদলানো হয়েছিল...যার ডাকে স্বাধীনতা যুদ্ধু হল, তাকেই ইতিহাস থেকে বাদ দিয়ে নতুন ইতিহাস লিখা হল...এখন যখন ইন্টারনেটের যুগে নব প্রজন্ম আসল ইতিহাসের সন্ধান পেল...তখন নব্য রাজাকার রা হারিকেন নিয়ে তাদের রচিত স্বাধীনতার ইতিহাস খুজে বেড়ায়