নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

শীতের উনুন

০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৯

হাড় কাঁপানো শীত সকালে এক পেয়ালা রোদ তুমি,
লজ্জাবতীর চিরল পাতার ঘন শ্যামল রূপ-ভূমি।
তোমার তরে পাড়ি দিলেম অতল জলের সরোবর,
আকাশ থেকে বৃষ্টি নামাই নরম ঘাসের প্রাণের 'পর।

মৃন্ময়ী! আজ জাগো এবার ভেঙ্গেছে ঘুম ফড়িংদের,
ঘৃণা ছেড়ে হৃদয় নিয়ে উৎসবই হোক আজকে ফের।
আবর্তিত মর্তে তুমি পদ্ম ফুলের থির-পুকুর,
শীতের রাতে ছড়িয়ে দাও আগুন ঝরা লাল-দুপুর।

হৃদয় তোমার হোক না বড় স্তনের চেয়ে হাজার গুণ,
তীব্র শীতে দু'হাত দিয়ে জড়িয়ে ধরি সেই আগুন।
বন্য পুষ্প একাই ফোটে; সুপ্রিয় হে, উনুন হও!
চমকে দিয়ে থমকে দাঁড়াও, আকাশ ভেঙ্গে কথা কও।


০২/০১/২০১৭
মিরপুর, ঢাকা।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১১

খায়রুল আহসান বলেছেন: আবর্তিত মর্তে তুমি পদ্ম ফুলের থির-পুকুর,
শীতের রাতে ছড়িয়ে দাও আগুন ঝরা লাল-দুপুর
- খুব সুন্দর হয়েছে।
বন্য পুষ্প একাই ফোটে; সুপ্রিয় হে, উনুন হও!
চমকে দিয়ে থমকে দাঁড়াও, আকাশ ভেঙ্গে কথা কও
- এক কথায় অসাধারণ!

০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৫

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ খায়রুল ভাই। শুভ কামনা।

২| ০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৯

বিজন রয় বলেছেন: মৃন্ময়ী জেগে উঠুক, হৃদয় পবিত্র হোক।
ভাল লাগার মতো কবিতা।
++++

০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০০

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ জনাব বিজন রয়। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.