নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
ফেসবুক চুকচুক দিনরাত কথা কয়,
প্রেম প্রেম সখি-শ্যাম প্রতিদিন লীলাময়।
রাত-দিন চিনচিন বুকে ব্যথা প্রতিদিন,
সুকুমার সুর সব বেজে উঠে অমলিন।
সোডিয়াম বাতিগুলো বিদগুঁটে আলো দেয়,
কারা যায়, কারা খায় ঘোলাচোখে দেখে নেয়।
ফেসবুকি জেগে থাকে, জাগে আরো কুকুরেও,
ইলিশেরা ঝাঁকেঝাঁক লাফ দেয় পুকুরেও।
আধুনিক ছেলে-মেয়ে ঘুমহীন ফেসবুকে,
সারারাত জেগে থাকে কতো কথা, কতো সুখে।
তারপর, দেখা হলে কথা হয়, শত ভয়!
সব কিছু পিছে ফেলে চোখে চোখে কথা কয়।
চাইনিজে গিয়ে তারা স্যুপ খায় মাশরুম,
বাড়ি এসে ঘন ঘন যায় শুধু বাথরুম।
লীলাখেলা অবহেলা প্রাইভে্ট কোম্পানী,
পরিশেষে, নির্ঘুম ভুলে যায় জলপানি।
ফেসবুক! ফেসবুক!! কোথা গেলে? নেট নাই?
বাপ-মার টাকাগুলো মুঠোমুঠো ঢালি তাই।
১৪/০১/২০১৬
মিরপুর, ঢাকা।
১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩৯
কবীর হুমায়ূন বলেছেন: .
ফেসবুক প্রেমপ্রীতি, ফেসবুকে শেষ,
ফেসবকু শেষে বাড়ে বড়ো আশ্লেষ!
ধন্যবাদ চাঁদগাজী। ভালো থাকুন।
২| ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:২২
জীবন সাগর বলেছেন: মজার কবিতা। তবে সত্যতায় গড়া।
ভাল লাগলো ছন্দের তালে তালে পড়তে
১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪০
কবীর হুমায়ূন বলেছেন: অনেক ধন্যবাদ জনাব জীবন সাগর। ভালো থাকবেন সব সময়।
৩| ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:০৮
ধ্রুবক আলো বলেছেন: ফেসবুক হইলো অলসের আড্ডা খানা
১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৯
কবীর হুমায়ূন বলেছেন: ঠিক বলেছেন।
কাজ নাই, কাম নাই
ফেসবুকে দিন কাটাই।
ভালো থাকুন।
৪| ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ২:৪০
রাফা বলেছেন: সব নতুন কিছুর সাথে মানিয়ে নিতে কিছুটা সময়ের প্রয়োজন হয়।সেই ট্রানজিশন পিড়িয়ডটা পেরিয়ে গেলেই উপলব্দিতে এসে যায় সবকিছু।ভালো খারাপের পরিক্ষা শেষেই নির্ণয় করা যায় কি গ্রহনিয় এবং কতটুকুই বা বর্জনিয়।
খুব খারাপ হয়নি ছন্দের চেষ্টায় ফেসবুক নিয়ে কিছু বলার চেষ্টা।
ধন্যবাদ,ক.হুমায়ুন।
১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৩
কবীর হুমায়ূন বলেছেন: দুঃখিত। অনেকদিন পর আপনার মন্তব্যের প্রতিমন্তব্য দেয়ার জন্য।
অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সব সময়।
৫| ১৫ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৫:২৭
সেলিনা ইসলাম বলেছেন: ছন্দ কাব্যে কবিতা খুব ভালো হয়েছে।
তবে এ কথা ঠিক যে যে জিনিষ যেভাবে ব্যবহার করবে তার ফলাফলও ঠিক সে সেভাবেই পাবে। যে কোন কিছু সৃষ্টির প্রথমেই আসে খারাপ দিকগুলো। কারণ মানুষ বুঝে উঠতে পারে না সুফল এবং কুফল কোনটা। মানুষ সব সময় খারাপের দিকেই ধাবিত হয়...কারন খারাপ জিনিষ আকর্ষণ করে বেশি। একসময় ব্যবহার করতে করতে মানুষ সুফলটাই আয়ত্ত করে। পৃথিবী সৃষ্টির প্রথমেও ছিল নানা ধরণের অরাজকতা! সেখানে ফেসবুক তো কোন ছার...! শুভকামনা রইল।
১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৪
কবীর হুমায়ূন বলেছেন: অনেক শুভকামনা সেলিনা ইসলাম। ভালো থাকুন সব সময়। দেরিতে জবাব দেওয়ার জন্য দুঃখিত।
৬| ১৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৬
সামিউল ইসলাম বাবু বলেছেন: ফেসবুক, হুম। মনে পড়ে গেলো।
অাগে সব সময় ফেসবুকেই থেকেছি
১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৬
কবীর হুমায়ূন বলেছেন: ভালো থাকুন। শুভকামনা সামিউল ইসলাম বাবু।
©somewhere in net ltd.
১| ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৪
চাঁদগাজী বলেছেন:
ফেসবুকের প্রেমপ্রীতি, ফেসবুকেই শেষ!