নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

গগনচুম্বী বাসনা

১৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৮

গগনচুম্বী বাসনার ঢেউ জেগে উঠে এই প্রাণে,
গভীর রাত্রি নীরবে দাঁড়ায় সুমধুর গানে গানে।
নারীর দগ্ধ হৃদয়ের তলে স্বপ্নেরা বাসা বাঁধে,
কৃষ্ণের তরে সারাটি জীবন বিরহিনী রাধা কাঁদে।
প্রেমময় অমৃতের লাগি' বাঁধি লোহার বাসর ঘর,
সুতানলী সাপে নীরবে দংশে আমার লখিন্দর।
বাসন্তী রাত একা কেটে যায় লাশের গন্ধ শুঁকে,
অনন্ত প্রেম ছলকে ছলকে জেগেছে আমার বুকে।

মায়াবতী হয়ে যাহার সঙ্গে বাঁধতে চেয়েছি জুঁটি,
সুযোগে সে জন বাঘেরই মতোন চেপে ধরেছে টুঁটি।
নিরহ হরিণী সারা দিনমান ছটফট করে মরি,
ভুল করে আমি বারবার ভুল মানুষের প্রেমে পড়ি।
ভালোবাসা শুধু ছলনার কথা, খলনায়কের ছল,
ভালোবাসা চেয়ে মিছে মিছি শুধু কেঁদেছি অনর্গল।

২০/১২/২০১৬
মিরপুর, ঢাকা।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১১

জীবন সাগর বলেছেন: 'নারীর দগ্ধ হৃদয়ের তলে স্বপ্নেরা বাসা বাঁধে,
কৃষ্ণের তরে সারাটি জীবন বিরহিণী রাধা কাঁদে।'
প্রথম লাইনটা ঠিকই আছে, কিন্তু লাইনটা আমার আপত্তি। রাধারা সারা জীবন কৃষ্ণের তরে কাঁদে না। বরঞ্চ, রাধার তরে কৃষ্ণরা সারা জীবন যায় কেঁদে। জামানা চেঞ্জ হয়ে গেছে।

আপনার কবিতা সুন্দর লাগলো, ভাল লিখেছেন।
কান্নার অবসান হোক এই প্রত্যাশা। শুভকামনা রইল।

২| ১৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৫

কবীর হুমায়ূন বলেছেন: এটা একটি নারী চেতনার কবিতা। তাই, হয়তো পুরুষ চেতনায় আলোড়ণ তুলেছে। নারী ও পুরুষের ভাল-মন্দ আপেক্ষিক। ভাল থাকুন সব সময়।

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

উন্মুক্ত অাঙ্গিনা বলেছেন: নরীই হলো জিবন

৪| ১৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

ধ্রুবক আলো বলেছেন: সুযোগে সে জন বাঘেরই মতোন চেপে ধরেছে টুঁটি।
নিরহ হরিণী সারা দিনমান ছটফট করে মরি,
- এমনই হয় বাস্তবে!!!
জীবনে অনেক কিছুই ঘটে অশ্রু সংরক্ষন করেন ঝড়াইয়েন না।

৫| ১৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

ভাবুক কবি বলেছেন: ভাল লাগছে প্রতিটি লাইনই.।.।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.