নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
তুমি এখন দূর আকাশের চাঁদ,
হাত বাড়িয়ে যখন ছুঁতে যাই-
রাতের তারা দেয় যে অপবাদ,
জোছনা-জলে সাঁতার কাটি তাই।
ঘুমায় এখন রাত-পাখিরা সব,
স্বর্গ থেকে নামে আলোর ধারা;
বিপুল স্বপ্ন করছে যে উৎসব,
গহীন আশায় বুক বাঁধে যে তারা।
নীল বেদনার দীঘল নদী বেয়ে,
একলা চলি সুদূর উজান পানে;
আজন্ম লোভ; তাইতো থাকি চেয়ে,
রাতের শিশির ঝরে নবীন গানে।
সবাই বলে, কেমন সে পাগলামী!
বুঝি না তো সঠিক মনোভাব;
কেউ জানে না; জানি, শুধু আমি,
গৃহের মাঝে চন্দ্রিমার অভাব।
সুখের ধারা হয় সরোবর-নদী,
একটুখানি হাত বাড়িয়ে দিলে;
আমরা দু'জন পরস্পরে যদি
পথ হেঁটে যাই একত্রেতে মিলে।
১৮/০১/২০১৭
মিরপুর, ঢাকা।
ছবি- নেট।
২| ১৯ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৬:০৭
গালিব আফসারৗ বলেছেন: ভালো লাগলো অনেক, কবিতার শরীর প্রেমময়।
৩| ১৯ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৬:১৫
এম এ কাশেম বলেছেন: ভাল লেগেছে কবি।
শুভ কামনা।
৪| ১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২৯
মোস্তফা সোহেল বলেছেন: ভাল লেগেছে
৫| ১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০১
খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: ভালো লিখেছেন।
৬| ১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৫
সুমন কর বলেছেন: ভালো লাগল।
©somewhere in net ltd.
১| ১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৩:০৪
চাঁদগাজী বলেছেন:
বিশাল স্বপ্ন, বিশাল আশা; ছন্দময় পদ্য, ভালো