নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

বোতলে ভরা ভূত

২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৭

(একটি খবর, একটি ছড়া,
আলুর দমের ডালের বড়া।
খবরখানির লিঙ্কটি দিলাম
পেটের হাসির করি' নিলাম।)

লিঙ্ক - Click This Link
---------------------------

ভূত কিনবে, ভূত?
হরেক রকম ভূত যে আছে, অনেক কাজের কাজি,
বোতল-ভরা ভূতের ছাওয়াল প্রমাণ দিতে রাজি।
যেমন তেমন ভূত নয় সে, সাচ্চা ভূতের পুত!
ভূত কিনবে, ভূত?


ভূতের মালিক রাইতের বেলায় বলবে তারে যা',
তরিৎকর্মা বাতাসি-ভূত করে দেবেন তা'।
তারে দেখে ভয় পাবে না, নয়তো সে অদ্ভুত!
ভূত কিনবে, ভূত?


গবীর থেকে ধনী হতে তুমি যদি চাও,
কাজের কাজি ভূতের ছাওয়াল নগদ কিনে নাও।
খাওয়ার খরচ লাগবে না তার, খায় সে শুধু মুত!
ভূত কিনবে, ভূত?
রায় বাহাদুর চৌধুরী সা'ব কিনতে ভূতের ছানা,
বিক্রি করে জমিজিরাত এবং সোনাদানা।
অর্থকড়ি দিয়েও তারা পায় না তেমন যুত!
ভূত কিনবে, ভূত?


২১/০১/২০১৮
মিরপুর, ঢাকা।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৩

অবনি মণি বলেছেন: কিনব।

২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৩

কবীর হুমায়ূন বলেছেন: রায় বাহাদুর চৌধুরী সা'ব কিনতে ভূতের ছানা,
বিক্রি করে জমিজিরাত এবং সোনাদানা।
অর্থকড়ি দিয়েও তারা পায় না তেমন যুত!

২| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:১৪

সচেতনহ্যাপী বলেছেন: বোতলের ভুতেরা ভাল করুক আর না করুক ছড়াটা ভল হয়েছে।।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৩

কবীর হুমায়ূন বলেছেন: অনেক ধন্যবাদ । ভালো থাকুন।

৩| ২২ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৬:৫৮

জনৈক অচম ভুত বলেছেন: বোতলে ভরে ভূত কেনা-বেচার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। /:)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৫

কবীর হুমায়ূন বলেছেন: আমিও নিন্দ জানাই। তবে, চতুর বদমায়েশরা তা করতেই থাকবে। ভালো থাকুন।

৪| ২২ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৪

রাজীব নুর বলেছেন: Down the way-
Where the nights but I am sad
to say I am on my way
won't be back for many a day.

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৫

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.