নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

পূর্ণিমা রাত

৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:২৬


মিষ্টি-মধুর ছড়াগুলো কে ছড়ায়, কে ছড়ায়?
চাঁদের বাটি উপুর করে,
জ্যোৎস্না-মেয়ে নামলো ওরে;
কালো রাত্রি কেটে গেলে
চাঁদনী বনে হাঁটতে গিয়ে কে ডরায়, কে ডরায়?
মিষ্টি-মধুর ছড়াগুলো কে ছড়ায়, কে ছড়ায়?


স্বপন মাখা গোপন কথা মন মাতায়, মন মাতায়!
পুর্ণিমা আজ খুব সেজেছে,
এমন রাতে বল্ কে গেছে
জল ছলছল নদীর পারে
বন-বাদারে ঘুরছে কে রে বন-পাতায়, বন-পাতায়?
স্বপন মাখা গোপন কথা মন মাতায়, মন মাতায়।


রস-টুম্বুর শব্দেতে আজ মন ভরায়, মন ভরায়।
দূর অতীতের স্বপ্ন এসে
চুম দিয়ে যায় ভালোবেসে;
স্মৃতি কথার সঙ্গীতে আজ
মন-ময়ূরী নাচ-মুদ্রায় সুর ছড়ায়, সুর ছড়ায়।
রস-টুম্বুর শব্দেতে আজ মন ভরায়, মন ভরায়।


মিষ্টি হাসির ফল্গুধারা কে ছড়ায়, কে ছড়ায়?
জলের মতো কলধ্বনি
নিশুত রাতে শব্দ শুনি;
চাঁদের রেণুর মাধুরীতে
প্রাণ চঞ্চল ছন্দিত মন কই হারায়, কই হারায়?
মিষ্টি হাসির ফল্গুধারা কে ছড়ায়, কে ছড়ায়?


২৮/০১/২০১৮
মিরপুর ক্যান্টনমেণ্ট, ঢাকা।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৪

বিজন রয় বলেছেন: সকালে চাঁদের কবিতা পড়লাম।
সামনে পূর্ণিমা।
++++

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪১

কবীর হুমায়ূন বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন সবসময়।

২| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২৩

সালাউদ্দীন খালেদ বলেছেন: সুন্দর

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪১

কবীর হুমায়ূন বলেছেন: ভালোবাসা নিরন্তর।

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৩

আটলান্টিক বলেছেন: চমৎকার কবিতা বিশেষ করে শেষের লাইনগুলো খুব সুন্দর লিখেছেন।কবিতায় প্লাস।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪২

কবীর হুমায়ূন বলেছেন: অনেক ধন্যবাদ। শুভকামনা সবসময়। ভালো থাকুন।

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪২

কবীর হুমায়ূন বলেছেন: অনেক ভালোবাসা । ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.