নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
কলম নিয়ে লিখতে বসি,
নাকের উপর চশমা কষি,
এমন সময় মশা এসে
ফুটায় যে তার হুল,
কাব্য বাণীর ছন্দ কথা
হারায় যে দুই কুল।
লেখা থুয়ে মশা মারি,
করছি কতোই বাড়াবাড়ি,
ভীষণ রেগে হাত গুটিয়ে
দেই চপেটাঘাত,
ওমনি করে যায় যে কেটে
ঘুমহীনতার রাত।
গুনগুনিয়ে ঘুরে ঘুরে
উড়ে বেড়ায় দূরে দূরে,
চুরি করে শুড় লাগিয়ে
রক্ত চুষে খায়.
মারতে গেলে গান শুনিয়ে
দূরে চলে যায়।
ঢাকা শহর মশার জ্বালা,
জীবন হলো ঝালাপালা,
সুস্থভাবে বেঁচে থাকা
হলো ভীষণ দায়,
রক্তখেকো মশার জ্বালায়
জীবন যে তড়পায়।
২৭/০২/২০১৮
মিরপুর, ঢাকা।
২১ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৫৩
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
২| ২১ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৩৮
পদাতিক চৌধুরি বলেছেন: মশা না বসলে বোধহয়, এত সুন্দর কবিতাটি পেতামনা।
ধন্যবাদ মশাকে ও কবিকে।
শুভেচ্ছা নিরন্তর।
২১ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৫৪
কবীর হুমায়ূন বলেছেন: তাই!
ভালোবাসা সবসময় দাদা।
৩| ২১ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৫০
আকিব হাসান জাভেদ বলেছেন: মশাটা দেখছি অনেক রক্ত খেয়েছে ।
মশা ভাই মশা ভাই
ছেড়ে দাও আজ
আমার কবি ভাইয়েের
লাগছে খারাপ।
ছড়া মশা সুন্দন হয়েছে। মশাকে ধন্যবাদ।
২১ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৫৫
কবীর হুমায়ূন বলেছেন: অনেক ধন্যবাদ সকালেই মশার ছড়াটি পড়ার জন্য। ভালো থাকুন্।
৪| ২১ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৫৭
*** হিমুরাইজ *** বলেছেন: ছড়া ভাল লাগল ভাইয়া।
২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:২৬
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ।
৫| ২১ শে মার্চ, ২০১৮ সকাল ১০:০৪
সূচরিতা সেন বলেছেন: সুন্দর মুগ্ধময় ছড়া।
২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:২৭
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন দিদিভাই।
৬| ২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:১৬
রাজীব নুর বলেছেন: বেশ লাগলো।
২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:২৭
কবীর হুমায়ূন বলেছেন: ভালোবাসা জনাব রাজীব নুর।
৭| ২১ শে মার্চ, ২০১৮ রাত ১১:১৪
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: বাহ বেশ লাগলো তো মশা কাব্য।
২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:২৭
কবীর হুমায়ূন বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২১ শে মার্চ, ২০১৮ সকাল ৮:২৬
নতুন বিচারক বলেছেন: বেশ সুন্দর একটা লেখা।