নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

আল কোরান

১৮ ই মে, ২০১৮ রাত ১২:৩৮



'পড়, তোমার প্রভুর নামে;
যিনি সৃষ্টি করেছেন তোমাকে জমাটবাঁধা রক্ত,
আর, নিষিক্ত ডিম্ব থেকে।
অতঃপর, শিক্ষা দিয়েছেন কলমের দ্বারা
অপার জ্ঞানের কথা- আগে জানতে না তুমি যা'।'
এই ছিলো সে-ই বাণী,
মানুষের পৃথিবীতে, মানুষের জন্য জানি;
অন্তহীন জ্ঞানের আকর- পবিত্র কোরান যার নাম।
অজ্ঞতাকে দূরে ঠেলে আলোর দিশারী হয়ে
বিজ্ঞানময় জ্ঞান-ভাণ্ডার মুক্তবুদ্ধির পথে
দিয়েছে প্রদীপ জ্বেলে মানুষের পৃথিবীতে, মানুষের তরে।
বৈষয়িক আর আত্মিক জীবনে এসে
কোরান গেঁথেছে এক সূত্র, পার্থিবতায় স্বর্গীয় সুখ।
জীবনের যতো জট আছে, জটিলতাময়-
শাররীক অথবা মনের, অর্থনৈতিক, যৌনতা,
প্রবৃত্তির দাসত্বের পণ্যের আসক্তি;
সব কিছু হয়েছে বিলীন কোরানের ছোঁয়া পেয়ে।
চিরায়ত সত্যকে সুস্পষ্টভাবে তুলে আনে
পরিতৃপ্ত জীবনের প্রয়োজনে, মানুষের মননের মাঝে;
এ সে-ই কোরান!
হাজার হাজার বছরের ধর্মান্ধতা,
পিতৃপুরুষের কুসংস্কারকে চুরমার করে ভেঙ্গে ফেলে,
অন্ধকার বৃত্তকে ডিঙিয়ে
মুক্তবিশ্বাসের অমিয় আলোকধারা ছড়িয়ে দিয়েছে যে সকল বাণী,
আমরা তা' জানি।
অবিদ্যা-সন্ত্রাস-শোষণ-জুলুম আর হিংসা-রক্তপাতের অঙ্গনে,
শিশু ও নারী নির্যাতনে নিমজ্জিত মানুষেরা
সত্য ও ন্যায়ের মূর্ত প্রতিকের দুর্দমনীয় আদর্শিক
জাতিসত্তায় বিকশিত হলো যে বাণীর আদর্শে,
অজ্ঞতাকে ঠেলে ফেলে অবশেষে
জীবনদৃষ্টির শুভ সৃষ্টির অমিয় আলো খুঁজে পেলো,
এ সে-ই কোরান!
সারা পৃথিবীর মানুষের জীবন বিধান।


১৭/০৫/২০১৮
মিরপুর ক্যান্টনমেন্ট, ঢাকা।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৮ রাত ১:৩০

এম এ কাশেম বলেছেন: সুন্দর।

শুভ কামনা।

২৩ শে মে, ২০১৮ ভোর ৪:১৪

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ জনাব। ভালোবাসা।

২| ১৮ ই মে, ২০১৮ রাত ৩:৩০

আকতার১২৩৪ বলেছেন: অনেক ভালো একটা লেখা লেখছেন।মনে হয় কিছু শিক্ষতে পারছি।

২৩ শে মে, ২০১৮ ভোর ৪:১৪

কবীর হুমায়ূন বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়।

৩| ১৮ ই মে, ২০১৮ সকাল ৮:১৯

অনুতপ্ত হৃদয় বলেছেন: অনেক সুন্দর লিখেছেন,

২৩ শে মে, ২০১৮ ভোর ৪:১৫

কবীর হুমায়ূন বলেছেন: অনেক ভালো থাকবেন। শুভকামনা নিরন্তর।

৪| ১৮ ই মে, ২০১৮ সকাল ১০:১৯

কাওছার আজাদ বলেছেন: চমৎকার লাইনগুলো।

২৩ শে মে, ২০১৮ ভোর ৪:১৫

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ। সুন্দর থাকুন সবসময়।

৫| ১৮ ই মে, ২০১৮ সকাল ১০:৪৫

সনেট কবি বলেছেন: অনেক সুন্দর

২৩ শে মে, ২০১৮ ভোর ৪:১৫

কবীর হুমায়ূন বলেছেন: অনেক শুভকামনা। ভালোবাসা।

৬| ১৮ ই মে, ২০১৮ দুপুর ১২:১৭

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোরম।

২৩ শে মে, ২০১৮ ভোর ৪:১৬

কবীর হুমায়ূন বলেছেন: ভালোবাসা। শুভকামনা সবসময়।

৭| ১৮ ই মে, ২০১৮ দুপুর ১২:৪২

মিরোরডডল বলেছেন: so true! জীবন নির্দেশিকা

২৩ শে মে, ২০১৮ ভোর ৪:১৬

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.