নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

কবিতা ও নারী

২৮ শে মে, ২০১৮ রাত ৯:২১


প্রেম আর বিষাদের মোহনীয় ঘুঙুর বাজিয়ে
কবিরা বাঁচতে চায়; রৌদ্রময় নির্মল বাতাসে
স্বপ্নের ঘুড়ির মতো। কবিতার রঙিন আকাশে
উড়ে যায় নিরন্তর মেঘময়ী কাজল সাজিয়ে।
নেশাগ্রস্ত মানুষেরা ডুবে থাকে গহীন নেশায়,
ভুলে যেতে স্বপ্নহীন সম্পর্কের কলঙ্ক-স্পন্দন।
অভিশপ্ত জীবনের আশীর্বাদ মানব-জীবন
সম্মোহিত পৃথিবীতে বেঁচে থাকা যে কোন পেশায়।


নারীমন প্রেমিকের ভাগ দিতে চায় না কখনো
শুদ্ধ কবিদের মতো; শুদ্ধ কবি অমিয় চেতনে,
হৃদয়ে-মননে রাখে শব্দ-ছন্দ নির্মোক যতনে
চৈতন্যের আঙ্গীনায়; কবিতারা কখনো-সখনো
বয়সী রাতের কালে মোহনীয় ভালোবাসা নিয়ে
ডেকে যায়- প্রিয় আয়! আজন্ম শিল্পীত এ হৃদয়ে।


২৪/০২/২০১৮
মিরপুর, ঢাকা।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৮ রাত ৯:৩৭

কাইকর বলেছেন: সুন্দর কবিতা

৩১ শে মে, ২০১৮ রাত ১১:১৯

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ।

২| ২৮ শে মে, ২০১৮ রাত ১০:৪৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: কবিতা ও নালিতে মাখামাখি।
পুরুষে মোছে আঁখি।

৩১ শে মে, ২০১৮ রাত ১১:২০

কবীর হুমায়ূন বলেছেন: অনেক ভালোবাসা।

৩| ২৯ শে মে, ২০১৮ রাত ৩:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

৩১ শে মে, ২০১৮ রাত ১১:২০

কবীর হুমায়ূন বলেছেন: ভালো থাকুন সবসময়।

৪| ২৯ শে মে, ২০১৮ সকাল ৮:২২

অলিভিয়া আভা বলেছেন: নারীমন প্রেমিকের ভাগ দিতে চায় না কখনো
শুদ্ধ কবিদের মতো; শুদ্ধ কবি অমিয় চেতনে,
হৃদয়ে-মননে রাখে শব্দ-ছন্দ নির্মোক যতনে
চৈতন্যের আঙ্গীনায়; কবিতারা কখনো-সখনো


কি যে চমৎকার করে বললেন ! নারীমন সত্যিই প্রেমের ভাগ দিতে চায় না যেমনটা কণ শুদ্ধ কবিও তার কবিতার ভাগ দিতে চায় না। লেখাটা ভালো লাগলো<

৩১ শে মে, ২০১৮ রাত ১১:২০

কবীর হুমায়ূন বলেছেন: সুন্দর থাকুন নিরন্তর।

৫| ২৯ শে মে, ২০১৮ সকাল ৯:৪৪

রাজীব নুর বলেছেন: নিজ প্রকৃতি ও পারিপাশ্বির্ক প্রকৃতিকে পরম বন্ধু হিসাবে গ্রহন করলে আল্লাহর (স্রষ্টার) শ্রেষ্ট সৃষ্টি ভালবাসার শিকর স্পর্শ করা যায়। ভালবাসা হচ্ছে সৃষ্টির প্রথম বীজ যা থেকে জন্ম নেয় মানবতা। ভালবাসা বিহীন কোন মানবতা নাই। মানুষ ভালবাসা দিয়ে অন্য মানুষের সাথে সামাজিক সম্পর্ক গড়ে এবং মানবতা ও নৈতিকতা চর্চা করে। প্রতিটি সামাজিক নৈতিকতার উৎস এই বিশ্ব প্রকৃতি।

৩১ শে মে, ২০১৮ রাত ১১:২১

কবীর হুমায়ূন বলেছেন: জ্ঞানের কথায় সম্মৃদ্ধ হলাম। শুভকামনা সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.