নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
প্রিয়তি! তোমার জন্য ফোটায়েছি আজ কবিতার নীল ফুল।
বাড়িয়ে তোমার কুমুদিনী হাত দু'টি,
গ্রহণ করে তা' আমারে দাওগো ছুটি;
প্রেমের পীযুষ ভরা ধরণীতে তুমি অনন্য অতুল।
প্রিয়তি! নৈরাশ্য-ব্যথা হরণীয়া তুমি, গুলাবি নেশার মুকুল।
তোমার জন্য ফোটায়েছি আমি হৃদয়ের নীল ফুল।
প্রিয়তি! ললিত রাগের অমিয় ঢালিয়া,
প্রেমের অমল প্রদীপ জ্বালিয়া
হৃদয় জুরানো সোহাগ শিশিরে
সিক্ত করিলে, বিরহ-অনলে পোড়া এ মর্মমূল;
কোটি কোহিনুর তুচ্ছ ধরাতে, নহে সে রতন তোমারই সমতুল।
প্রিয়তি! তোমার চরণে অর্ঘ্য দিলাম আমার হৃদয় ফুল।
ইন্দ্রধনুর সাত রং নিয়ে আমার জীবন দিয়েছো রাঙিয়ে,
সমাহিত করো প্রেম-মন্দিরে; তোমার পিরিতি নহে অপ্রতুল।
তাই, ধরণীর বুকে তোমার জন্য চিরকাল আমি রই মশগুল;
প্রিয়তি! তুমি যে আমার আজন্ম প্রেম হৃদয়ের মঞ্জুল;
তোমার জন্য ফোটায়েছি আমি কবিতার নীল ফুল।
১০/০৬/২০১৮
মিরপুর, ঢাকা।
১১ ই জুন, ২০১৮ রাত ৯:৪৩
কবীর হুমায়ূন বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ জনাব আকিব হাসান জাভেদ। ভালো থাকবেন সব সময়।
২| ১১ ই জুন, ২০১৮ সকাল ৮:৪৫
লাবণ্য ২ বলেছেন: দারুন ছন্দ।
১১ ই জুন, ২০১৮ রাত ৯:৪৩
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ। শুভ কামনা।
৩| ১১ ই জুন, ২০১৮ সকাল ৮:৫৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা লিখেছেন।
১১ ই জুন, ২০১৮ রাত ৯:৪৩
কবীর হুমায়ূন বলেছেন: অনেক ভালোবাসা কবি রাজীব নুর। ভালো থাকুন সর্বদা।
৪| ১১ ই জুন, ২০১৮ সকাল ১০:০৮
কথার ফুলঝুরি! বলেছেন: কবিতা ও শিরোনাম দুটোই ভালো লেগেছে ভাইয়া।
১১ ই জুন, ২০১৮ রাত ৯:৪৪
কবীর হুমায়ূন বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ।
৫| ১১ ই জুন, ২০১৮ সকাল ১১:০১
সালমা নাসরিন৯৯ বলেছেন: সুন্দর কবিতা
১১ ই জুন, ২০১৮ রাত ৯:৪৪
কবীর হুমায়ূন বলেছেন: শুভ কামনা।
৬| ১১ ই জুন, ২০১৮ সকাল ১১:২৭
দিবাকর দাস সূর্য বলেছেন: ভাল লেগেছে
১১ ই জুন, ২০১৮ রাত ৯:৪৫
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।
৭| ১১ ই জুন, ২০১৮ সকাল ১১:৩৯
জান্নাতুল ফেরদৌস৯৩ বলেছেন: দারুন কবিতা
১১ ই জুন, ২০১৮ রাত ৯:৪৫
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ জনাব জান্নাতুল ফেরদৌস৯৩।
৮| ১১ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫৪
কাইকর বলেছেন: বাহ.....
১১ ই জুন, ২০১৮ রাত ৯:৪৬
কবীর হুমায়ূন বলেছেন: সুন্দর থাকুন।
©somewhere in net ltd.
১| ১১ ই জুন, ২০১৮ সকাল ৮:১০
আকিব হাসান জাভেদ বলেছেন: প্রিয়তি নামটা সুন্দর ।
প্রিয়তি
নতুন দিগন্তে নতুন করে
সাজিয়ে লও তোমায়
হাজার ফুলে মালা গেথে
রাখিবো মনের কোঠই।