নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
অন্ধকারে মিথ্যা ঘুরে আলোয় সত্য ভাসে;
সত্য বলা নয়তো কঠিন রই যদি বিশ্বাসে।
আমরা যারা ভালোবাসি মা-মাটি ও মানুষ,
সত্য পথে সামনে যেতে হারা'বো না হুঁশ।
সত্য কঠিন নয় যে সহজ কাঁকর ভরা পথ,
অন্ধকারকে ছিঁড়তে লাগে আলোরই হিম্মত।
ভালোবাসার মানুষ হলো আলোয় মাখা প্রাণ,
তাদের তরে আনতে হবে বিমল প্রাণের গান।
সত্য এবং ন্যায়ের পথে যে জন হেঁটে চলে,
সে জন হলেন শুদ্ধমানুষ মাটির মহীতলে।
শুদ্ধমানুষ পুজনীয় আদর্শজন তিনি,
প্রেম মহিমায় পৃথিবীতে মানুষকে যায় জিনি।
ভোগের চেয়ে দান যে মহান, দানের তরে এসো,
মিথ্যার মূল উপড়ে ফেলে সত্য ভালোবেসো।
সত্য হলো প্রভাত আলো, পূর্ণিমারই জ্যোতি,
সুন্দর এবং সত্যে মিলে হয় অমরাবতী।
সত্য বলার অভিনয় যে মিথ্যার চেয়েও মন্দ,
মিথ্যা দিয়ে সত্য ঢাকার কৌশল হোক বন্ধ।
সাধুজনের পোশাক পরে করবো নাকো ভান,
সত্য এবং ন্যায়ের পথে হবো আগুয়ান। ।
৩০/০৬/২০১৮
মিরপুর, ঢাকা।
২| ০২ রা জুলাই, ২০১৮ সকাল ৯:৫৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
৩| ০২ রা জুলাই, ২০১৮ রাত ১০:২৭
রাকু হাসান বলেছেন: সত্যই হোক । অামাদের মুক্তির সোপান ,কবিতা ভাল হয়েছে
৪| ০২ রা জুলাই, ২০১৮ রাত ১১:২৬
আখেনাটেন বলেছেন: ভোগের চেয়ে দান যে মহান, দানের তরে এসো,
মিথ্যার মূল উপড়ে ফেলে সত্য ভালোবেসো।
সত্য হলো প্রভাত আলো, পূর্ণিমারই জ্যোতি,
সুন্দর এবং সত্যে মিলে হয় অমরাবতী। -- চমৎকার লাইনগুলো। এত ভালো লিখেন কীভাবে? অসম্ভব ভালোলাগা কবিতায়।
©somewhere in net ltd.
১| ০১ লা জুলাই, ২০১৮ রাত ৮:৫২
কাইকর বলেছেন: পড়লা