নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

জয় বাংলা বলো রে

২৪ শে জুলাই, ২০১৮ সকাল ৮:০৮

ব্যাংকে রাখা সোনা-দানা
কিভাবে হয় তামা রে!
লুটপাটের ঐ পাগলা ঘোড়া
লাগাম টেনে থামা রে।

বাংলাদেশের শেয়ার বাজার
লুটলো যে দরবেশেরা,
ক্ষুদ্র ক্ষুদ্র পুঁজির মালিক
হয় ভীষণ ছ্যারাবেরা।

ডিজিটালে হ্যাকিং হলো
টাকা আটশো কোটি রে,
দুর্নীতিবাজ পেটমোটাদের
হয়নি তবু ছুটি রে!

দেশ বাঁচানোর লক্ষ্য নিয়ে
সঠিক পথে চলো রে,
মায়ের প্রতি দরদ নিয়ে
জয় বাংলা বলো রে।

যে শ্লোগানে এ দেশ স্বাধীন
প্রাণের ভালোবাসা রে,
রক্তকণায় তুফান আনে
ঘুচায় সর্বনাশারে।

জয় বাংলা, জয় বাংলা
জয় বাংলা বলো রে,
বিশ্বজয়ের লক্ষ্য পথে
শুদ্ধ মনে চলো রে।

২৩/০৭/২০১৮
মিরপুর, ঢাকা।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৮ সকাল ৮:৪৬

আকিব হাসান জাভেদ বলেছেন: সুন্দর কবিতা ।।
সর্বনাশ
জয় বাংলা জয় বাংলা
সোনা কিনতে লাগে টাকা
সোনা যদি হয় তামা
তামা গলে হবে কয়লা
কয়লার খুজ নিতে গেলে
খাবে ধুকা উদাস হয়ে
এ্ই আমার সোনার দেশ
সব হারিয়ে সর্বনাশ ।

২৫ শে জুলাই, ২০১৮ রাত ২:৪৫

কবীর হুমায়ূন বলেছেন: শুভ কামনা।

২| ২৪ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৩৬

মাকার মাহিতা বলেছেন: জয় বাংলা বলো রে...

২৫ শে জুলাই, ২০১৮ রাত ২:৪৪

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ।

৩| ২৪ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৫৩

রাজীব নুর বলেছেন: অথচ দেশ উন্নয়ের মহাসড়কে।
একটা মিথ্যা হাজার বার করে বললে, মিথ্যাটাকেও সত্য বলে মনে হয়।

২৫ শে জুলাই, ২০১৮ রাত ২:৪৪

কবীর হুমায়ূন বলেছেন: পরের দর্পণে চেহারাটা দেখি ওটাকেই বলি, সত্য!
সত্য-মিথ্যা যাচাই করার ক্ষমতা নাই কো বন্ধু।

উন্নয়নের মহাসড়কের চলছি, কিন্তু পিছনের দিকে টানার লোকটিকে সনাক্ত করে, যথাযথ ব্যবস্থা নিতে হবেই। না হলে, উন্নয়নের কার্যক্রম হবে, সোনার-পাথর বাটির মতো। শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.