নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
তোমার শোকে কাঁদছে এ দেশ বঙ্গবন্ধু শেখ মুজিব,
অন্ধকারের আলোর মশাল তুমি ছিলে শ্বেত-সজিব।
আদর্শবান মানুষ তুমি জন্মেছিলে এ বাংলায়,
দেশের মুক্তি এনে দিলে শুদ্ধ মনের তপস্যায়।
তোমার তেজে আছি জেগে, জাগবে আরো কতোই প্রাণ,
শক্তি দিয়ে, শৌর্য দিয়ে রাখবো আমরা দেশের মান।
শিখিয়েছো দেশের তরে করতে তুচ্ছ সকল ভয়,
তোমার চেতন আলোকধারায় আমরা হাঁটি, হে দুর্জয়!
উজল জ্যোতির সূর্য তুমি ছড়াও আলো বিশ্বময়,
তোমার প্রাণের শক্তিধারা প্রাণে প্রাণে লহর রয়।
সূর্যের ন্যায় জীবন তোমার রাঙিয়ে গেলে দিগ্বিদিক,
তোমার নামে বাঙালিরা গাইছে আজি মাঙ্গলিক।
আগস্ট এলেই বাঙালিদের মনে জাগে দুঃখ শোক,
তোমার নামের স্তুতি গাইতে অশ্রুজলে ভিজে চোখ।
রক্ত-রঙে রাঙিয়ে গেলে তোমার সোনার বাংলাদেশ,
তোমার নামেই বিশ্বে ছড়ায় সোনার বাংলা রূপ অশেষ।
শোকাবহ আগস্ট, ২০১৮
মিরপুর, ঢাকা।
০১ লা আগস্ট, ২০১৮ রাত ১১:৪০
কবীর হুমায়ূন বলেছেন: জ্বী, শিরোনামটি ঠিকই আছে। উজল = উজ্জ্বল
ভালো থাকবেন সব সময়। জয় বাংলা।
২| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১১:৩৯
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ভাল লাগল
০১ লা আগস্ট, ২০১৮ রাত ১১:৪০
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ দিদিভাই।
৩| ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১০:৪০
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১২:২১
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১১:২২
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: জয় বাংলা।
তোমার নেতা, আমার নেতা।
শেখ মুজিব, শেখ মুজিব।
@উজল জ্যোতির সূর্য
শিরোনাম কি ঠিক আছে?