নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

বন্ধু

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৫


(আগস্টের প্রথম রোববার- আন্তর্জাতিক বন্ধু দিবস।
সামু'-এর সকল বন্ধুদের প্রতি অনাবিল শুভেচ্ছা।)
============================

বন্ধুর পথে বহুদূর যেতে বন্ধু বাড়ায় হাত,
বন্ধুর বুকে অমানিশা ঝড়ে নির্ভয়ে কাটে রাত।
বন্ধু সুজন আঁধারী রাতের পথের নিশান-আলো,
হৃদয় দহনে আলোক জ্বালিয়া ঘুচায় মনের কালো।
বন্ধুর প্রেম চেতনবিদ্ধ সহজিয়া কোন গান,
বন্ধু করে যে জীবন ঘসিয়া দুঃখের অবসান।
আমার বন্ধু আমারই প্রেম চেতনবিদ্ধ রাগ,
বন্ধুর ছায়া নিয়ত বাড়ায় চিত্তের অনুরাগ।

আকাশের তারা এক সুঁতে গেঁথে বন্ধুর গলে রাখি,
বন্ধু আমার প্রেম ও মদিরা, বন্ধু আমার সাকী।
জীবনের সব দুঃখ মথিয়া যতটুকু সুধা পাই,
বন্ধুর সাথে মিলিয়া মিশিয়া সবটুকু চেখে যাই।
বন্ধুর হাতে আমার আমিকে তুলে হই নির্ভার,
বন্ধু আমার শুদ্ধ চেতন অরূপ চমৎকার!

মিরপুর, ঢাকা।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫৪

ভ্রমরের ডানা বলেছেন:

বন্ধু দিবসের শুভেচ্ছা!! কবিতা চমৎকার হয়েছে!

২৭ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৬

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ প্রিয়।

২| ০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:২০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৬

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ প্রিয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.