নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
আমাদের ছোট খোকা- মুজিবুর রহমান!
বাংলার বুকে সে তো প্রেমময় আখ্যান।
বাঙালির প্রাণে প্রাণে
জীবনের গানে গানে
লড়াইয়ের অঙ্গনে ডেকে যায় সুর তুলে,
দেশপ্রেমে বলিয়ান প্রেমিকেরে প্রাণ খুলে।
যে প্রেমিক লোভহীন, তার প্রিয় দেশটাকে
হাসিমুখে ভালোবেসে ধরে রাখে শেষটাকে।
তাঁর কাছে বেঁচে রয় মুজিবুর চিরদিন,
সুখে দুখে, আশা নিয়ে বেঁচে আছে অমলিন।
মানুষের মনে-প্রাণে ভালোবাসা ভরপুর,
এ জাতির পিতা তুমি মুজিবুর, মুজিবুর।
চলমান বাঙালির জীবনের বাঁকে বাঁকে
বজ্রের কণ্ঠেতে বলে যাও মহা হাঁকে,
'যাঁতাকলে পিষে যাওয়া যত আছে ভীতদল!
'ভেঙে ফেলো, ভেঙে ফেলো আঁধারের শৃঙ্খল,
প্রতিহত করে যাও বাংলার সব অসুর'।
শাশ্বত প্রেরণার মুজিবুর, মুজিবুর।
পৃথিবীর মানুষের এ জীবনে শত ঘা'তে
কত শত ঝড় উঠে সংগ্রামে দিনে রাতে!
ঝঞ্ঝায় ভেঙে যায় জীবনের চলা পথ,
সম্মুখে তুমি এসে মনে আনো হিম্মৎ।
ঘুচে যায় অলৌকিক মরনের সব ডর,
আগুনের ফুলকিতে আলোকিত অন্তর।
তখনই মনে জাগে শাশ্বত মধু-সুর,
লোকাতীত তর্জনীর মুজিবুর, মুজিবুর।
জীবনের দ্বৈরথে
জেগে রহো পথে পথে,
যুদ্ধের ময়দানে
নবীণের গানে গানে,
আঁধারের মাঝে তুমি জ্বেলে দাও দীপশিখা,
তেজি প্রাণে জড়ো করো ভালোবাসা, অহমিকা!
বিজয়ীর সুরে সুরে পরানের গান গাই,
অপ্রতুল জীবনের পথে পথে প্রাণ পাই।
চেয়ে দেখি সম্মুখে ঋজুদেহী তুমি আছো,
দৃঢ় মনে দুই হাতে সম্মুখে টানিতেছো।
বাঙালির মুক্তির প্রভাতের গীত-সুর,
ভৈররী সুর উঠে- মুজিবুর মুজিবুর।
চারিদিকে বাজে আজ নিদারুণ হাহাকার,
অসহায় বলে যায়, 'এসো, ওগো দুর্বার!'
কর্মীরা চুপচাপ বেকারের দলে আজ,
বরাভয়হীন তাই, হাতে নেই কোন কাজ।
আশাহীন চোখে জাগে
ভালোবাসা অনুরাগে
বারে বারে ডেকে যায়, 'ফিরে এসো শতদল!
বাঙালির ত্রাতা তুমি, প্রেরণার মহাবল'।
জীবনের প্রতিক্ষণে
হৃদয়ের অঙ্গনে
ফুলকলি ফোটাতে যে চেয়েছিলে আজীবন,
তাই বুঝি করেছিলে জীবনের মহা পণ।
রক্তের দামে তুমি পরিশোধ করে গেলে,
মর্ত্যের বুকে আসা অমরার রাজ-ছেলে।
তোমার ঐ নামে আজ কেঁদে যায় ফুল-পাখি,
বুকে বড়ো ব্যথা জাগে ভিজে তার দুই আঁখি।
দুই হাতে চেপে ধরে শোকাতুর অন্তর,
ভেসে যায লোনা জলে প্রেমাতুর বন্দর।
তুমি নাই কাঁদে মন; হচ্ছি যে খান খান
বিশ্বের নেতা তুমি মুজিবুর রহমান।
শোকাবহ আগস্ট
১১/০৮/২০১৮
মিরপুর, ঢাকা।
©somewhere in net ltd.
১| ১৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৪
রাজীব নুর বলেছেন: মহান নেতাকে শ্রদ্ধা জানাই।