নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

কালো বিড়ালের খোঁজে

২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১১



চিৎকার করে এসেছি পৃথিবীতে। অনন্ত মহিমা
তুমি করেছো প্রকাশ। সীমা-পরিসীমা
কিছুই জানি না আমি।
তবু, দিবাযামী
অপার রহস্যালোকে খুঁজে ফিরি অরূপ তোমাকে।
মন্দির-গির্জা-মসজিদে, হৃদয়ের বাঁকে
অনন্তকাল খুঁজেছি প্রশ্নাতীত সাগরে-ভূধরে,
পাওয়া না-পাওয়ার লোভ পরিহার করে;
পাইনি তোমারে খুঁজে।
কতো আপদে-বিপদে দুই চক্ষু বুজে
প্রার্থনা করেছি কায়ঃমনে এ আশায়,
উদ্ধারিবে ঝঞ্ঝাবর্ত হতে। তাই, মুক্তি-প্রত্যাশায়
পাষাণে কুটেছি মাথা বারংবার, তুলেছি দু'হাত;
অশ্রুনদী বয়ে গেছে, সরেনিকো অন্ধকার রাত।


বেহেস্তের সুসংবাদ! দোজখের আগুনের ভয়
প্রতিদিন শুনি কানে। আর বিশ্বময়
নিরন্তর শুনে যাই তোমার প্রশংসা,
হৃদয়ে তুলে আনে তা' কামহীন রিরংসা।
রোগ, শোক, যুদ্ধ, ক্ষুধা চারিদিকে জ্বলে নিরন্তর,
পৃথিবীর মানুষেরা সমূহ কাতর
হয়ে প্রার্থনায় মগ্ন, শান্তি দাও ধরণীর বুকে।
মানুষেরা গেয়ে যাক নিতান্ত পুলকে
জীবনের গান,
আনন্দ-হিল্লোল ভরা যে সুর অম্লান।
হায়!
সে সকল আশাগুলো ধূম্রবৎ অনন্তে মিলায়।
নিরন্তর খুঁজে যায়
কতো নামে, কতো বেশে। কোথাও না খুঁজে পায়।
রহস্যের বেড়াজালে চিরবন্দী তুমি। অতল বিস্ময়
ব্যথিত হৃদয়ে জাগে। বিশ্ব চরাচরে অয়োময় ঘরে,
অন্ধকারের ভেতরে খুঁজে যায় জন্মান্ধের মতো,
কালো বিড়ালের ছায়া অন্তহীন কাল অবিরত।


০৯/১১/২০১৮
মিরপুর, ঢাকা।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:১২

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ।

২| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৪

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:১২

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.