নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

সোনার বাংলার পথে

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৬



বিদ্যুৎ এলো ঘরে ঘরে,
বিনামূ্ল্যের বই;
সমুদ্র সীমানা বিজয়,
তাই, এতো হৈচৈ।

বঙ্গবন্ধু স্যাটেলাইটে
আকাশ বিজয় হয়;
খাদ্যে স্বয়ংসম্পূর্ণতায়
বাংলাদেশের জয়।

বয়স্ক, বিধবা ভাতা,
মুক্তিযোদ্ধাসহ;
আরো এমন ভাতা চালু,
কোন দেশে পায়, কহো?

জঙ্গীদমন, উড়াল সেতু,
কর্ণফুলি টানেল;
ছিটমহলের সমস্যা শেষ,
চলবে মেট্রো রেল।

জাতির পিতার হত্যা বিচার
কলঙ্ক দাগ মুছে;
উন্নয়নশীল দেশটি এখন
বদনাম যায় ঘুচে।

তলাবিহীন বলার সাহস
এখন কারোর নাই;
ইন্টারনেটের প্রাপ্তি নিয়ে
খুশিতে নাও বাই।

বেগুন ক্ষেতে আগুন খেলা
চায় না কেহ আর,
ভুল-ত্রুটিকে বাদ দিলে আজ
আছি চমৎকার!

এসো, আজি যাই এগিয়ে
কাঙ্খিত জয় ধরতে,
বঙ্গবন্ধুর বাংলাদেশকে
সোনার বাংলা গড়তে।


২২/১২/২০১৮
মিরপুর, ঢাকা।


মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৮

রাজীব নুর বলেছেন: অত্যন্ত চমৎকার।
খুব সুন্দর অনেক গুলো বিষয় তুলে ধরেছেন।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৪

কবীর হুমায়ূন বলেছেন: ভালোবাসা প্রিয় রাজীব নূর। শুভা কামনা।

২| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪১

জগতারন বলেছেন:
অসাধারন !
কবিতার ভাষা ও আবেদন স্বাশত ও সুন্দর।
কবি কবীর হুমায়ূন -এর অভিন্দন জ্ঞাপন করি।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৫

কবীর হুমায়ূন বলেছেন: অনেক ভালো থাকুন । জয় হোক সত্যের।

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৭

বাকপ্রবাস বলেছেন: চমৎকার।
সবকিছু হচ্ছি সেরা সহনশীলতা বাকী
আসুন আমরা রাজনীতিতে মিলেমিশে থাকি।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩০

কবীর হুমায়ূন বলেছেন: ঠিক বলেছেন। আসুন, আমরা সহনশীলতার মাঝেই বসবাস করি। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.