নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

ভোটের যুদ্ধ

২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৬



দীর্ঘ পথে একলা যখন চলো,
রই তাকিয়ে চোখের পলক টানি,
নদীর সাথে কথা যখন বলো-
বাতাস হয়ে জড়াই দেহখানি।
তখন তুমি বলো হেসে হেসে-
'কে গো তুমি টেনে ধরো কেশে?'
বলি আমি- 'তোমার অনেক চেনা,
তুমি আমার রক্ত দামে কেনা।'


সাঁঝের বেলায় প্রদীপ জ্বেলে ঘরে
আরাধনা যখন করো একা,
তখন আমি থাকি চুপটি করে
পুজার শেষে তোমাকে দেই দেখা।
লাল গোলাপের রক্তধারা এনে
কপালে টিপ পরাই বুকে টেনে।
তখন বলো- 'আহা দুষ্টু! ছাড়ো,
সন্ধ্যা এখন, সময় আছে আরো।'


রাতের যুদ্ধে জোনাক জ্বলে সুখে,
দেহলতা নিঃসাড় পড়ে থাকে,
দু'হাত দিয়ে টেনে আমায় বুকে
গন্ধ শুঁকো বাঁশির মতোন নাকে।
বললে তুমি- 'হাজার বছর ধরে
রও ঘুমিয়ে আমার বুকের 'পরে।'
আমি বলি- 'তা কি করে হয়!
যুদ্ধে যাবার হলো যে সময়।'


চারদিকেতে ফণা তুলে সাপে-
মায়ের বুকে ছোবল দিতে চায়;
দুঃখ-রাগে দেহখানি কাঁপে
যুদ্ধ ছাড়া নেইকো যে উপায়।
বললে তুমি আঁচলখানি টানি-
'তোমার সাথে বাঁধা পরানখানি
যুদ্ধে আমায় সঙ্গী করে নাও।'
'চলো' বলে বাড়িয়ে দিলেম পাও।


যুদ্ধমাঠে যাচ্ছি দুজন মিলে
ভোটের যুদ্ধে এবার হবে জয়,
কান দিও না- কান নিয়েছে চিলে
তোমার ভোটে জয় হবে নিশ্চয়।
জয় বাংলা বলো সকল ভাই,
এসো সবে ভোটের কেন্দ্রে যাই,
সৎ-সজ্জন প্রার্থীকে ভোট দেবো
আমার ভোটের মূল্য বুঝে নেবো।


মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৫

রাজীব নুর বলেছেন: আগামীকাল ৩০ ডিসেম্বর সহিংসতামুক্ত একটি শান্তিপূর্ণ নির্বাচনী দিবস চাই।

২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৫

কবীর হুমায়ূন বলেছেন: ৩০ ডিসেম্বর সহিংসতামুক্ত, শান্তিপূর্ণ নির্বাচন চাই।

ভালো থাকবেন।

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৩

নজসু বলেছেন:



কবিতা ভালো লাগলো।
কবির মুখে ফুল চন্দন পড়ুক।

২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৫

কবীর হুমায়ূন বলেছেন: অনেক ধন্যবাদ। সুন্দর থাকুন।

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৪

যোখার সারনায়েভ বলেছেন: নির্বাচন সুষ্ঠু হোক ।

২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৩

কবীর হুমায়ূন বলেছেন: নির্বাচন সুষ্ঠু হোক, কামনা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.