নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

কবীর হুমায়ূন-এর কবিতাঃ মানুষ-অমানুষ

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৭



অপরের দোষত্রুটি দেখিও না চোখে,
কর্মক্ষেত্রে ভুল হলে বলে দিও মুখে।
মুখ ফস্কে দু'চারিটি কথা বের হলে,
ক্ষমা চেয়ে নিও তুমি মিষ্টি কথা বলে।
অন্যকে তাচ্ছিল্য করে সুখ খুঁজে নেয়া,
মনে রেখো, তাকে তুমি শুধু কষ্ট দে'য়া।

যে মানুষে দোষ দেখে অপরের শুধু,
মুখেতে তিক্ত বচন নাহি যাতে মধু।
সে মানুষে মন্দ অতি জানিও ভুবনে,
ঘৃণাভরা তার ছবি মানুষের মনে।
অহরহ মন্দ বলা যাদের স্বভাব,
তাদের ভদ্রতা জ্ঞান যথেষ্ট অভাব।

কেউ কেউ মিষ্টভাষী সবার সম্মুখে,
পিছনে কুৎসা রটায় আনন্দের মুখে।
মিছরির ছুরি তারা বড় যে খারাপ,
অন্তরে কালি তাদের নাহি মনস্তাপ।
আপনি আচরি তবে অন্যকে শেখাও,
কার্যক্ষেত্রে ভুল হলে শোধরাইয়ে দাও।

কবীরের মর্মবাণী- শোন দিয়ে মন,
এ জীবন তুচ্ছ অতি রাখিও স্মরণ।

১০/০২/২০১৯
মিরপুর, ঢাকা।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
এ বছর আপনার কোনো বই বের হয়েছে?

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪২

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ জনাব রাজীব নুর।

জ্বী, না। কোন প্রকাশক কবিতার বই প্রকাশ করতে চায় না।

২| ২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৫৫

ঠাকুরমাহমুদ বলেছেন:





এ জীবন তুচ্ছ অতি রাখিও স্মরণ।
- একবার মাত্র ঢাকা মেডিকেল কলেজের ইমারজেন্সি গেটের সামনে মাত্র ৬০ মিনিট দাড়ানোর ধৈর্য্য যদি কারো থাকে সে জেনে যাবে - জীবন কতোটা তুচ্ছ!

২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৪৩

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন। শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.