নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
বর্ষা এলো নদীর জলে কলকলিয়ে ছন্দ-চালে
মাঠে-ঘাটে দূর্বাঘাসে গানের সুরে বাঁশের ঝাড়ে;
বর্ষা এলো গাছের পাতায় আন্দোলিত বৃষ্টি-তালে
টগবগিয়ে মেঘের ঘোড়ায় শিউলিতলায় পুকুর-পাড়ে।
বর্ষা এলো কিশোর মনে বৃষ্টি মেখে আদুল গায়ে
পল্লবিত আমের বনে সঞ্চারিত নতুন গানে;
বর্ষা এলো কদম ডালে হিল্লোলিত নগ্ন পায়ে
রূপবিলাসী কবির মনে আকাশতলে হ্যাঁচকা টানে।
বর্ষা এলো পাহাড় চূড়ায় গড়গড়িয়ে ঝর্ণা হয়ে
রামধনুতে রঙ মাখিয়ে শিশুর প্রাণে ফুলে ফুলে;
বর্ষা এলো মঞ্জরিত নাচের তালে সব হৃদয়ে
রুক্ষমাটির মুগ্ধ মনে রুদ্ধদ্বারের আগল খুলে।
বর্ষা এলো ধানের ক্ষেতে সবুজ বনে ঢেউ ছড়িয়ে
চাষির মুখে হাসি তুলে খুশির বানে নেচে নেচে;
বর্ষা এলো দূর আকাশে মেঘের পালের নৌকা নিয়ে
আদ্যিকালের বৃষ্টি নিয়ে আনন্দে তাই আছি বেঁচে।
বর্ষা এলো বর্ষা এলো কোথায় সবাই গেলি রে,
আয়রে সকল কিশোরের দল লাই-ভুরানি খেলি রে।
১৫/০৬/২০২০
মিরপুর, ঢাকা।
২৫ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫৭
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ প্রিয় ইসিয়াক। শুভ কামনা।
২| ২৫ শে জুন, ২০২০ বিকাল ৫:৩২
বিজন রয় বলেছেন: সুন্দর ছন্দোময় কবিতা।
লাই-ভুরানি খেলা কোনটা?
২৫ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫৭
কবীর হুমায়ূন বলেছেন: অনেক ধন্যবাদ ছড়াটি পড়ার জন্য। লাই-ভুরানি খেলা হলো, ছোট কালে আমরা পানিতে একধরনের খেলা খেলতাম। কোথাও কোথাও ''ছোঁয়াছুঁয়ি'', ''লাই-ডুবানি'' বা ''লাই খেলা''ও বলে। আমাদের অঞ্চলে (মুন্সীগঞ্জ) লাই-ভুরানি বা লাই-ডুবানি বলা হতো। আপনার এলাকায় কি বলা হয়? শুভ কামনা।
৩| ২৫ শে জুন, ২০২০ বিকাল ৫:৪৪
তারেক ফাহিম বলেছেন:
চমৎকার হল।
লাই-ভুরানি বুঝিনি, কবি।
২৫ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫৪
কবীর হুমায়ূন বলেছেন: অনেক ধন্যবাদ। লাই-ভুরানি খেলা পানিতে শিশু, কিশোর, কিশোরী, যুবকেরা খেলে। কোথাও কোথাও ''ছোঁয়াছুঁয়ি'', ''লাই-ডুবানি'' বা ''লাই খেলা''ও বলে। আমাদের অঞ্চলে লাই-ভুরানি বা লাই-ডুবানি বলতাম। শুভ কামনা তারেক ফাহিম।
৪| ২৫ শে জুন, ২০২০ বিকাল ৫:৫৩
এম ইসলাম বলেছেন: সুন্দর ছন্দের গাঁথুনিতে উপভোগ্য কবিতা। ভালো লাগলো।
২৫ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪৯
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ। ছড়া-কবিতা ছন্দেই হওয়া উচিৎ। শুভ কামনা এম ইসলাম। শুভ কামনা।
৫| ২৫ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:২১
মোহাম্মদ গোফরান বলেছেন: বর্ষা আমার প্রিয় সিজন।
বর্ষা আমার প্রিয় সিজন।
২৫ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪৮
কবীর হুমায়ূন বলেছেন: বর্ষা অনন্য রূপ নিয়ে বাংলার গ্রামে আবির্ভূত হয়। যারা গ্রাম ভালোবাসেন, তাদের প্রিয় ঋতু বর্ষা হওয়াই স্বাভাবিক। অনেক ধন্যবাদ প্রিয় গোফরান ভাই। শুভ কামনা।
৬| ২৫ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর । বর্ষা আমারও খুব ভাল লাগে। তবে বর্ষাকালে কৃষকদের ভালোলাগা কত টুকু সেটা নিয়ে প্রশ্ন আছে। নদী তীরের মানুষ রীতিমত আতঙ্কে থাকে ভিটেমাটি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙকায়
২৫ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩৯
কবীর হুমায়ূন বলেছেন: বর্ষা কৃষকদের স্বপ্নের ঋতু। ওরা জানে, বর্ষ না হলে বীজের ঘুম ভাঙবে না। ফসল হবে না। আমিও নদীর পাড়ের মানুষ। মাঝে মাঝে সকালে ঘুম থেকে উঠে, দাঁত মাজতে মাজতে নদীতে চলে যেতাম। ছড়া-কবিতাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ প্রিয় দাদাভাই। শুভ কামনা সব সময়।
৭| ২৫ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
এতদিন কোথায় ছিলেন?
২৫ শে জুন, ২০২০ রাত ৮:০১
কবীর হুমায়ূন বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় রাজীব নুর। বিভিন্ন কারণে সামুতে আসতে পারিনি। কেমন আছেন আপনি এবং আপনারা?
৮| ২৫ শে জুন, ২০২০ রাত ১১:৩৪
নেওয়াজ আলি বলেছেন: অনুপম লেখা।
২৬ শে জুন, ২০২০ সকাল ৯:৫৩
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ। শুভ কামনা।
৯| ২৬ শে জুন, ২০২০ সকাল ১১:১৮
পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার লাগলো আপনার ছন্দময় কবিতাটি।
পোস্টে লাইক।
শুভেচ্ছা নিয়েন।
১০| ২৬ শে জুন, ২০২০ দুপুর ২:২৯
কবীর হুমায়ূন বলেছেন: অনেক ধন্যবাদ। সুস্থ ও সুন্দর থাকুন।
১১| ২৬ শে জুন, ২০২০ দুপুর ২:৫৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: যার কবিতা সহজে বোঝা যায় আমি মনে করি সেই কবিই অনেকের কাছে পৌছাতে পারে। ছন্দময় চমৎকার কবিতা।
১২| ২৬ শে জুন, ২০২০ রাত ১০:১৮
কবীর হুমায়ূন বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় সাড়ে চুয়াত্তর। আমার ছড়াটি পড়ার জন্য ধন্যবাদ। শুভ কামনা।
©somewhere in net ltd.
১| ২৫ শে জুন, ২০২০ বিকাল ৫:৩২
ইসিয়াক বলেছেন: সুন্দর