নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

প্রেমহীন ভালো বাসা পুড়ে যাক (কবিতা একুশ)

৩০ শে জুন, ২০২০ দুপুর ১:০৯



('অমর একুশ' বাংলা ভাষার সাথে ওতপ্রোতভাবে জড়িত।
তাই, একুশ শব্দের কবিতা চলুক সামহোয়ারইন ব্লগে।
তারই চেষ্টা করে যাই, আমার এই কবিতিকায়।
-----------------------------------------------------------
প্রেমহীন ভালো বাসা পুড়ে যাক
আগুনের লেলিহান শিখায়;
অমিত সঞ্চারী ভালোবাসা
সজীব হোক হৃদয়ের আঙিনায়;
প্রেমের রঙিন স্বপ্ন ফুটুক
বিরহীর মনোকণিকায়।

১৬/০৫/২০১৯
মিরপুর, ঢাকা।


মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০২০ দুপুর ১:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো

৩০ শে জুন, ২০২০ দুপুর ১:১৮

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ। শুভ কামনা। সুস্থ ও সুন্দর থাকুন।

২| ৩০ শে জুন, ২০২০ দুপুর ১:২৩

নেওয়াজ আলি বলেছেন: বস্তুনিষ্ঠ প্রকাশ।

৩০ শে জুন, ২০২০ দুপুর ১:৩১

কবীর হুমায়ূন বলেছেন: ভালো বাসা পুড়ে যাক; ভালোবাসা বেঁচে থাক। শুভ কামনা প্রিয়।

৩| ৩০ শে জুন, ২০২০ দুপুর ১:৫২

আলমগীর সরকার লিটন বলেছেন: অসাধারণ কবি দা

৩০ শে জুন, ২০২০ বিকাল ৪:০৪

কবীর হুমায়ূন বলেছেন: ভালোবাসা সব সময় প্রিয়। শুভ কামনা।

৪| ৩০ শে জুন, ২০২০ বিকাল ৩:৫৫

বিজন রয় বলেছেন: ভালো বাসা আর ভালোবাসা এই শব্দ দুটি আলাদাভাবে কি বোঝাতে চাইলেন??

৩০ শে জুন, ২০২০ বিকাল ৪:০৪

কবীর হুমায়ূন বলেছেন: প্রেমহীন ভালো বাসা < প্রেমহীন সংসার। প্রেমহীন (ভালোবাসাহীন) সুন্দর আসবাবসহ নান্দনিক (ভালো) আবাস (বাসা) পুড়ে যাক।

বোঝাতে পারলাম কি?
আমার লেখাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ প্রিয় বিজন রয়। শুভ কামনা নিরন্তর।

৫| ৩০ শে জুন, ২০২০ বিকাল ৪:৩৫

ইসিয়াক বলেছেন: চমৎকার প্রকাশ।

৩০ শে জুন, ২০২০ রাত ৯:০৮

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ। শুভ কামনা।

৬| ৩০ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একুশ অক্ষরে বললাম - কবিতা ভালো হয়েছে। শুভেচ্ছা।

৩০ শে জুন, ২০২০ রাত ৯:১৭

কবীর হুমায়ূন বলেছেন: একুশ = এ+কুশ =২
অক্ষর =অক+খ+রে =৩
বললাম = বল+লাম =২
কবিতা = ক+বি+তা =৩
ভালো = ভা+লো =২
হয়েছে = হ+য়ে+ছে = ৩
শুভেচ্ছা = শু+ভেচ+ছা =৩
------------------------------
কবিতার মোট অক্ষর = ১৮

অনেক ভালোবাসা এবং শুভ কামনা। ভালো থাকুন ভাই সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ।

৭| ৩০ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩৫

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

৩০ শে জুন, ২০২০ রাত ৯:১৭

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ। শুভ কামনা নিরন্তর।

৮| ৩০ শে জুন, ২০২০ রাত ৯:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ৬ নম্বর মন্তব্যের উত্তরের প্রেক্ষিতে@

এ হিসাবটা কবিতার ছন্দের জন্য প্রযোজ্য হবে। তাও, একেক ছন্দে একেক মাত্রা এবং সেই মাত্রানুযায়ী হিসাবেও হেরফের হবে। তারপরও, কবিতার হিসাবও যদি ধরেন, এটা হবে হবে গদ্যচ্ছন্দ। গদ্যচ্ছন্দে যুক্তবর্ণগুলো এক অক্ষরই হবে।

এ পোস্টটা দেখতে পারে - বাংলা ছব্দের প্রাথমিক ধারণা

ধন্যবাদ হুমায়ুন ভাই।

৩০ শে জুন, ২০২০ রাত ১১:৩৩

কবীর হুমায়ূন বলেছেন: হা হা হা ...
কবিতার পাঠশালার বইয়ে অক্ষর সংখ্যা মাত্র দুইটি। ১। মুক্তাক্ষর ও ২। যুক্তাক্ষর।
মাত্রা গণনার হিসাব আলাদা, দাদাভাই। ভালো থাকুন প্রিয়। শুভ কামনা সব সময়।

৯| ০১ লা জুলাই, ২০২০ রাত ১২:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভুলটা আসলে আমিই করেছি :) আপনি যে নির্ভুল ছন্দ বিশ্লেষণ করে অক্ষর গুনবেন, তা কি আমি জানতাম? :) লেটার বা বর্ণ, যা আমরা সমভাবে 'অক্ষর'ও বলে থাকি, সেটা বোঝানোর জন্যই সাদা হিসাবে ২১ অক্ষর বা বর্ণ করেছিলাম। আদারওয়াইজ, আপনার হিসাব পারফেক্ট।

ছোটোখাটো আলোচনা হয়ে গেল একটা :)

শুভকামনা

০১ লা জুলাই, ২০২০ সকাল ১১:১০

কবীর হুমায়ূন বলেছেন: এইভাবেই, কথা, প্রতিকথার মাধ্যমে আমরা এগিয়ে যাবো সত্য ও সুন্দরের প্রতি। শুভ কামনা প্রিয় সোনাবীজ। সুস্থ ও সুন্দর থাকুন এবং সাবধানে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.