নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
('অমর একুশ' বাংলা ভাষার সাথে ওতপ্রোতভাবে জড়িত।
তাই, একুশ শব্দের কবিতা চলুক সামহোয়ারইন ব্লগে।
তারই চেষ্টা করে যাই, আমার এই কবিতিকায়।
----------------------------------------------------------
আমাকে দেখো, একক কৃষক!
শস্য এবং দুঃখে আবদ্ধ;
চকচকে নয় জীবনের কথা।
আমার ক্ষোভিত শব্দেই ভাঙতে পারে,
তোমার রাজনৈতিক সমুদ্রের নীরবতা।
১৬/০৫/২০১৯
মিরপুর, ঢাকা।
০৩ রা জুলাই, ২০২০ রাত ৮:৪২
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ প্রিয়। সাবধানে থাকুন। ঘরে থাকুন।
২| ০৩ রা জুলাই, ২০২০ সকাল ৯:১৬
নুরুলইসলা০৬০৪ বলেছেন: কৃষক আন্দোলনের সম্ভাবনা কম,শ্রমিক আন্দোলন অবশ্যই হবে।এইজন্য দরকার শিক্ষিতদের শ্রমিক শ্রেনীর নেতৃত্ব দেওয়া।
০৩ রা জুলাই, ২০২০ রাত ৮:৫০
কবীর হুমায়ূন বলেছেন: কোন আন্দোলন হওয়ার সম্ভবনা নাই। বামপন্থীরা নেতারা শ্রেণিসগ্রামের কথা বলে, নিজেদের জন্য সংগ্রাম করে। এক কালের অগ্নিকন্যা খেতাবধারী কালের প্রভাবে পানিকন্যা হয়ে যায়। কমরেড বলে নেতা হয়ে, কমরেডদেরকে বিসর্জন দিয়ে ক্ষমতার উচ্ছিষ্ট চেটে খায় যে বামপন্থীরা; তাদের দিয়ে কোন আন্দোলনই হবে না কমরেড। শুভ কামনা। তবে, বাংলাদেশে কৃষক আন্দোলনের সুযোগ আছে; যদি তাদেরকে শিক্ষিত এবং সচেতন করে তোলা যায়। আমাদের দেশে শ্রমিক নেতারা সর্বদাই মালিক পক্ষের লেজুরবৃত্তি করে। বাংলাদেশে যত ট্রেড ইউনিয়ন আছে; সবই নেতাদের স্বার্থে জিইয়ে আছে। শ্রমিকের স্বার্থে আছে বলে আমার জানা নেই। যাক, অনেক বলে ফেললাম। শুভ কামনা।
৩| ০৩ রা জুলাই, ২০২০ দুপুর ১২:২৩
নেওয়াজ আলি বলেছেন: পড়ে অভিভূত হলাম
০৩ রা জুলাই, ২০২০ রাত ৮:৫১
কবীর হুমায়ূন বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। শুভ কামনা।
৪| ০৩ রা জুলাই, ২০২০ দুপুর ১:৫২
রাজীব নুর বলেছেন: দারুন আবেগময়।
০৩ রা জুলাই, ২০২০ রাত ৮:৫১
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ০৩ রা জুলাই, ২০২০ সকাল ৮:১৬
খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর হয়েছে কবিতা। শেষের লাইন দুটো খুবই অর্থবহ। + +