নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

কথার কথা ব্যাঙের ছাতা

০৯ ই জুলাই, ২০২০ রাত ৯:১৬



পয়সাবিহীন যা পাওয়া যায়
তা হলো ভাই উপদেশ!
চলতে ফিরতে উঠতে বসতে
কখনও তা হয় না শেষ।

থাকতে নয়ন অন্ধ যারা
তারা চালায় প্রশাসন,
শাসন-নামে শোষণ করে
তবু, তারা পায় তোষণ।

যারা বেশি মিথ্যা বলে
তারাই যে হয় দেশনেতা
হম্বিতম্বি করে বেড়ায়
কথার তোড়ে হয় ত্রাতা।

দমন করা যায় না যাদের
দুর্নীতিবাজ তাদের কয়
যারা দমন করবে তারা
ওদের সাথেই মিশে রয়।

অসম্ভবও সম্ভব হয়
ইউটিউবের চ্যানেলে
সত্য মিথ্যা যায় না বোঝা
সেখানে যে কী বলে?

জি-বাংলার সিরিয়ালের
কাহিনী তো হয় না শেষ
কূটনামির ছলচাতুরী
নাই যে কোন উপদেশ।

দুঃখ যারা সহ্য করেন
তাদের নাম হয় জনগণ
মরে যাবে তবুও তারা
করবে না তো লড়ার পণ।

প্রতিবাদী কণ্ঠে এবার
আয় বেরিয়ে শক্তিধর!
মনে রেখো, বাঁচতে হলে
লড়তে হবে জীবনভর।

০৭/০৭/২০২০
মিরপুর, ঢাকা।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০২০ রাত ৯:৪২

নেওয়াজ আলি বলেছেন: চামচাদের পতন নেই

১০ ই জুলাই, ২০২০ সকাল ৭:১২

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ প্রিয়। শুভ কামনা।

২| ০৯ ই জুলাই, ২০২০ রাত ১০:৩০

রাজীব নুর বলেছেন: আজকাল কেউ কাউকে ভালো উপদেশও দেয় না।

১০ ই জুলাই, ২০২০ সকাল ৭:১২

কবীর হুমায়ূন বলেছেন: ঠিক বলেছেন। ভালো থাকুন।

৩| ০৯ ই জুলাই, ২০২০ রাত ১০:৫৭

শোভন শামস বলেছেন: সুন্দর ছন্দে ছন্দে কোথা মালা

১০ ই জুলাই, ২০২০ সকাল ৭:২২

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ। শুভ কামনা।

৪| ০৯ ই জুলাই, ২০২০ রাত ১০:৫৮

শোভন শামস বলেছেন: সুন্দর ছন্দে ছন্দে কথা মালা

৫| ১০ ই জুলাই, ২০২০ ভোর ৬:৪৪

ইসিয়াক বলেছেন: সুন্দর।

১০ ই জুলাই, ২০২০ সকাল ৭:২২

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ। শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.